• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যে কারণে মোস্তাফিজের বদলে ম্যাচসেরা রিশাদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৮, ২০২৪, ১২:০৩ পিএম
যে কারণে মোস্তাফিজের বদলে ম্যাচসেরা রিশাদ
শ্রীলঙ্কার ইনিংসে ধস নামান মোস্তাফিজ ও রিশাদ । ছবি : সংগৃহীত

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ▨্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। আরও একবার তারা ফাইনালে উঠে। এমন শক্তিশালী দলকে মাত্র ১২৪ রানের আটকানো সহজ কথা নয়। শনিবার সকালে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে করে সেটি করে দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের দিনে শঙ্কা উড়িয়ে শেষ পর্💎যন্ত ২ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

রিশাদ ও মোস্তাফিজ দুইজনই শিকার করেꦆন সমান ৩টি করে উইকেট। বোলারদের দিনে বোলাররাই ম্যাচসেরা হবেন এটিই স্বাভাবিক। শ্বাসরুಞদ্ধকর ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রিশাদ।

তবে মোস্তাফিজ কেন ম্যাচসেরার পুরস্কার পাননি? অথচ মোস্তাফিজের চেয়ে রিশাদের রান খরচের গড় ছিল বেশি। মোস্তাফিজ ৪ ওভারে খরচ করেছেন ১৭ রান। আর রিশ𝐆াদ দিয়েছেন ২২ রান।

🥂কারণ তো আছে বটে। রিশাদের ৩টি উইকেট ছিল ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে। ১৫তম ওভারে প্রথম দুই বলে দুই উইকেট তুলে নেন রিশাদ। ফেরান সেট ব্যাটার চারিথ আশালঙ্কা (২১ বলে ১৯) ও অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।

ব্যাক-টু-ব্যাক বল করতে এসে ১৭তম ও𒀰ভারে আরেক সেট ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভাকে সাজঘরের পথ দেখান রিশাদ। বড় ৩ লঙ্কান ব্যাটারকে ২ ওভারের মধ্যে ফিরিয়ে রানতোলায় ধস নামান তিনি। রিশাদের আঘাতে বেঁকে যাওয়া কোমর আর সোজা করতে প🐭ারেননি লঙ্কানরা। ফলে আটকে যায় ১২৪ রানে।

Link copied!