নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের পর বিশ্বকাপে মাঠে নামবে বাংলাদেশ। একই সময়ে শুরু হবে ঘরোয়া লিগের ব্যস্ত💙তা। এই দুইয়ের মাঝখানে ভারত সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে খেলার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই প্রস্তাব ফিরিয়েছেন এই তিন ক্রিকেটার।
ভারত সফরে চেন্নাইয়ে তামিলনাডু রঞ্জি দলের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এই দলের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ মিঠ𒁏ুন। বিশ্ব💝কাপ স্কোয়াডে সুযোগ না পাওয়া সব বড় নামই আছে এই সিরিজের দলে।
এই দলে থাকতে পারতো তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদ- মুশফিকুর রহিমদের মতো তারকাদের নামও। তবে প্রস্তাব ফিরিয়ে দি𝓡য়েছেন তারা। তাদের প্রস্তাব ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তিনি বলেন, “আমরা অন্য জাতীয় ক্রিকেটারদের সঙ্গে তাদেরও প্রস্তাব দিয়েছিলাম। তাম꧒িম ও মুশফিক জাতীয় লিগে খেলবে, মাহমুদউল্লাহ কোথাও খেলতে𝕴 আগ্রহী নন।”
তামিম-মಞুশফিক টেস্ট খেলেন বলে জাতীয় লিগে ব্যস্ত সময় কাটাবেন। তবে এই সময়ে মাহমুদউল্লাহ রিয়াদ প্রতিদ্বন্দ্বীতামূলক কোনো ক্রিকেটেই ব্যস্ত থাকবেন না। মূলত টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোই তাকে পাও𒀰য়া যাবে না জাতীয় লিগেও।
১২ অক্টোবর তামিলনাড়ু একাদশের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ খেলতে নামবে বিসিবি একাদশ। সাদা পোশাকের দ্বি꧂তীয় ম্যাচটি শুরু হবে ১৯ অক্টোবর। এরপর তিনটি একܫ দিনের ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। সব ক’টি ম্যাচই হবে এম চিদাম্বরম স্টেডিয়ামে।
বাংলাদেশ ‘এ’ দল স্কোয়াড
চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহ🎃াম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়,🔯 জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।
একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাꦡসান জয়, শামীম হোসেন, ত🉐ৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।