• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মেসি-নেইমারের গায়ে পেলের ছবিসংবলিত টি-শার্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০৩:০৫ পিএম
মেসি-নেইমারের গায়ে পেলের ছবিসংবলিত টি-শার্ট

কাতার বিশ্বকাপের ভেতরই গুঞ্জন উঠেছিল, 🐽প্রয়াত হয়েছেন ‘ফুটবলের রাজা’ পেলে। তবে জল্পনা উড়িয়ে বেশ সুস্থই ছিলেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। তবে শেষ রক্ষা হয়নি। বিশ্বকাপের 💙পরপরই না ফেরার দেশে চলে গেছেন তিনবারের বিশ্বকাপজয়ী।

ফুটবল বিশ্বে প🃏েলের প্রয়াণে শোকের ছায়া নেমেছিল। ব্রাজিল তো বটেই, নানান প্রান্তের ফুটবল তারকারা পেলের প্রতি সম্মান জানিয়েছেন। লাতিন আমেরিকার আরেক দেশ আর্জেন্টিনায়ও বেশ জনপ্রিয় ছিলেন পেলে। আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসিও সমীহ করতেন সাবেক এই তারকাকে। পিএসজির ম্যাচের আগে মেসি ও পেলের উত্তরসূরি নেইমারকে দেখা গেল পেলের ছবিসংবলিত টি-শার্ট পরে মাঠে।

পিএসজি বুধবার রাতে মাঠে নেমেছিল লঁসের বিপক্ষে। এই ম্যাচের আগে প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদনꦅ্তি পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ। ম্যাচের আগে হালকা অনুশীলনে পেলের ছবিসংবলিত টি-শার্ট পরতে দেখা যায় মেসি-নেইমারকে। টি-শার্টে লেখা ছিল ‍‍‘অমর‍‍’ শব্দটি।

লঁসের বিপক্ষে ম্যাচে ফিরেই▨ গোল পেয়েছেন মেসি। প্রথমার্ধে হুগো একিটিকে ও দ্বিতীয়ার্ধে মেসির গোলে ২-০ গোলের ব্য⛎বধানে জয় পায় পিএসজি।

লিগে ১৮ ম্যাচের ১৫টি ম্যাচ জিতে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে💫 দুই নম্বরে আছে ল🏅ঁস। 

Link copied!