জেমসের গানের পুরো স্টেডিয়াম যেন উত্তেজিত হয়ে ছিল। গুরুর গানের প্রভাব বোধহয় সিলেট স্ট্রাইকার্সের ওপ🃏েনার নাজমুল হোসেন শান্তর উপরও পড়েছিল। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার ফাইনালেই দলকে একাই টেনে চলেছেন।
টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই সিলেটের স্কোরবোর্ডে জমা হয় ১৭ রান। কিন্তু পরের ওভারে আরেক ওপেনার তৌহিদ হৃদয় ও তিন নম্🍌বরে নামা মাশরাফি বিন মুর্তজা দ্রুত ফিরে গেলে চাপে পড়ে সিলেট।
তবে শুরুতে দুই উইকেট হারালেও শান্তর ব্যাটিংয়ে সেটা যেন বুঝতেই পারলো না সিলেট। ছয় ওভারের পাওয়ার প্লেতে উঠলো🙈 ৪২ 🌳রান। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আট ওভাꦯরে দুই উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ৫৯ রান। ৩২ বলে ছয় চারে শান্ত ৪২ রান আর মুশফিক অপরাজিত আছেন ১০ রানে।