বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরেই প্রথমবার ফাইনালে উঠেছে সিলেট নামের কোনো ফ্র্যাঞ্চাইজি। সিলেট স্ট্রাইকার্স নামে খেলা দলটি আসরেরﷺ শুরু থেকেই দাপট দেখিয়েছে প্রতিপক্ষের উপর। চ্যাম্পিয়ন হতে না পারলেও ফাইনাল খেলায় দল নিয়ে বেশ সন্তষ্ট মালিকপক্ষ।
এ কারণেই অভিনব এক উদ্যোগ নিয়েছেন তারা। রানার্স আপ হয়ে এক কোটি টাকা পুরস্কার জ𒆙িতেছে সিলেট। এই টাকার পুরোটাই ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্ত♒ৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিপিএলের সিলেট পর্বেই এই ౠসিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অনানুষ্ঠানিকভাবে বেশ কয়কেদিন আগেই এরকম খবর শোনা গিয়েছিল। এবার সেটাই বাস্তবে রুপ নিচ্ছে।
দেশীয় ক্রিকেটারদের নিয়ে দল গড়া সিলেট এবার সবার 🦹প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়ে𒀰ছে। গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ৯টি ম্যাচ জিতেছে তারা। আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ রান সংগ্রহকারী নাজমুল হোসেন শান্তও এই দলের খেলোয়াড়।
এছাড়া আসরে সের✨া ফিল্ডারও হয়েছেন সিলেটের মুশফিকুর রহিম। সিলে🌃টের জার্সিতেই নিজের সামর্থ্য দেখিয়েছেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়।