• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার জেসিকে নিয়ে মুখ খুললেন সুজন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৬:৩৪ পিএম
এবার জেসিকে নিয়ে মুখ খুললেন সুজন
খালেদ মাহমুদ সুজন ও সাথিরা জাকির জেসি। ছবি: সংগৃহীত

চার দিন আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার সিক্স পর্বের মোহামেডান স্পোর্টিং ও প্রাইম ব্যাংকের ম্যাচ নিয়ে এখ𝔍নও চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমও সরব। এবার এই পর্বে হাজির বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ও বর্তমান আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজন।

নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির উপস্থিতিতে ম্যাচটি খেলতে আপত্তি জানিয়েছিল প্রাইম ব্যাংক এবং মোহামেডান—এমন একটি খবর দেশের কিছু ꦰগণমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে তীর্যক মন্তব্য শুনতে হয়েছে দুই ক্লাবকিই। অবশ্য বিষয়টি নিয়ে এরই মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন দুই ক্লাবের কর্মকর্তারা। তাদের দাবি— কেউই নারী আম্পায়ার নিয়ে কোনো আপত্তি তুলেননি। তারা জেসির অভিজ্ঞতা নিয়ে সংশয়ে ছিলেন।

সুজন বলেন, ‘বড় খেলায় আমি সবসময় মনে করি আপনাকে এমন একজন আম্পায়ার দেওয়া উচিত যার অভিজ্ঞতা আছে, মাঠের প্রেশারটা কিন্তু অনেক বড়। যদিও আজকালকার ক্রিকেটে সেই বিগত আবাহনী-মোহামেডানের সেই প্রেশার নাই। তারপরও বড় দল খেলছে, জাতীয় দলের ক্রিকেটাররা খেলছে। আপনাকে এমন একজন আম্পায়ার দিতে হবে যার প্🙈রতি খেলোয়াড়দের রেসপেক্টটাﷺ থাকে।’

সুজন বলেন, ‘যিনি আম্পায়ারিং করেছেন, সে খুব ভালো আম্পায়ার। বাংলাদেশের হয়ে ভবিষ্যতে খুব ভালো করবে। সে জাতীয় দলের সাবেক খেলোয়াড়। সবমিলিয়ে তার একটা ব্রাকগ্রাউন্ড আছে ক্রিকেটে অবশ༺্যই। কিন্তু আম্পায়ার হিসেবে তার অভিজ্ঞতাটা আমার মনে হয় না প্রিমিয়ার লিগের এত বড় ম্যাচে করার মতো।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের দেশে এতো অভিজ্ঞ আম্পায়ার থাকতে কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়▨ারিং দেওয়ার ওই ম্যাচটাতে আমি জানি🉐 না।’

Link copied!