• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে সন্ধ্যায় পাওলিনির মুখোমুখি সুয়াতেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৮, ২০২৪, ১২:৩১ পিএম
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে সন্ধ্যায় পাওলিনির মুখোমুখি সুয়াতেক
ইগা সুয়াতেক ও ইয়াসমিনে পাওলিনি। ছবি: সংগৃহীত

হ্যাটট্রিকসহ চতুর্থ ফ্রেঞ্চ ওপেন খেতাব থেকে আর মাত্র এক ম্যাচ দূরে বিশ্বের এক নম্বর নারী 🦄টেনিস তারকা পোল্যান্ডের ইগা সুয়াতেক। শনিবার ফাইনালে তার সামনে ইয়াসমিনে পাওলিনি। শুধু চার বার ট্রফি জেতা নয়, ইতালির তরুণীকে হারাতে পারলে রোলা গারোসে ইতিহাস গড়ে ফেলবেন ফেলবেন পোলিশ তারকা।

শনিবার সন্ধ্যা ৭টায় কꦡোর্টে গড়াবে বছরের দ্বিতীয় গ💯্র্যান্ড স্ল্যাম টেনিস আসরের ফাইনাল খেলাটি।

প্যারিসে এ বার ইগা প্রথম ম্যাচ থেকไেই রয়েছেন বিধ্বংসী মেজাজে। ফাইনালে খেলবেন শেষ তিন ম্যাচে মাত্র আট꧂টি গেম খুইয়ে। সেমিফাইনালে কোকো গফও তার বিরুদ্ধে সুবিধা করতে পারেননি।

টেনিস বিশ্লেষকেরা স্বাভাবিক কারণেꦜই ২৮ বছরের পাওলি♏নির বিরুদ্ধে এগিয়ে রাখছেন ইগাকে। ইতালির মেয়ে এর আগে একবারই ডব্লিউটিএ খেতাব জিতেছেন। সেটা এই বছরের দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ। পাওলিনি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালও খেলবেন এই প্রথম বার। সেমিফাইনালে জিতেছেন অবশ্য দাপট নিয়ে।

২০১২ সালের পরে এই প্রথম কোনও ইতালীয় ফ্রেঞ্চ ওপেনে নারী বিভাগের ফাইনাল খেলবেন। ইগার বিরুদ্ধে পাওলিনি একবারই ডব্লিটিএ-র প্রতিযোগিতায় খেলেছেন। সেটা ২০২২ সালে যুক্🧔তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ড। সেই ম্যাচ ইগাই জিতে⛦ছিলেন অনায়াসে।

এ দিকে নারীদের টেনিসের নিয়ামক সংস্থা (ডব্লিউটিএ), ফ্রেঞ্চ ওপেনের সংগঠকদের কাছে এক আবেদনেꦛ জানিয়েছে, ভবিষ্যতে সূচিতে যেন ভারসাম্য থাকে। তাদের বক্তব্য পরিষ্কার, সম্প্রচারে ‘প্রাইম টাইম’-এ নারীদের খেলাও রাখতে হবে। গতবারও রোলা গারোসে পুরুষদের ম্যাচগুলিই সন্ধ্যায় খেলা হয়েছিল। এটার দ্রুত বদল চায় ডব্লিউটিএ।

Link copied!