• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাতার বিশ্বকাপ

সনকে নিয়েই বিশ্বকাপে যাবে দক্ষিণ কোরিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০৪:৩৫ পিএম
সনকে নিয়েই বিশ্বকাপে যাবে দক্ষিণ কোরিয়া

চোখের ইনজুরির কারণে কাতার বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছিলেন হিউয়ে🍸ন সন। শেষ পর্যন্ত দিন দুইয়ে💛ক আগে নিশ্চিত করেছিলেন বিশ্বকাপে খেলতে প্রস্তুত তিনি। তাকে নিয়েই কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া।

টানা ১০ম বারের মতো বিশ্বকাপে অংশ নিবে দক্ষিণ কোরিয়া। সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন জার্মানিকে গ⭕্রুপ পর্ব থেকে বিদায় করে দিয়েছিল দেশটি। এবারও ওই রকম বড় অঘটনের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে খেলতে নামবে দে🥃শটি।

২৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন💮 শুরু করবে এশিয়ান জায়ান্টরা। টুর্নামেন্টের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর ও ২ ডিসেম্বর। এই দুই ম্যাচে জাপানের প্রতিপক্ষ যথাক্রমে ঘানা ও পর্তুগাল।

জাপান স্কোয়াড
গোলরক্ষ🦄ক- কিম সিউং জু (আল শাবাব), জো হুয়েন ও (উলসান হুন্ডাই), সং বুম কুয়েন (জেওনবুক মটরস)

ডিফেন্ডার- কিম মিন জি (নাপোলি), কিম জিন সু (জেওনবুক মটরস), হং চুল (ডিয়েগু 𓃲এফসি), কিম মুন হোয়ান (জেওনবুক মটরস), ইয়ুন জং গুই (এফসি সিউল), কিম ইয়ং গুইন (উলসান🍨 হুন্ডাই), কিম টাই হুয়ান (উলসান হুন্ডাই), কিওন কিইয়ুং ওন (গ্যাম্বা ওসাকা), চো ইয়ু মিন (ডেজন সিটিজেন)।

মিডফিল্ডার- জুন ও ইয়ং (আল সাদ), না সাং হো (এফসি সিউল), পেইক সেউং হো (জেওনবুক ম𝔍টরস), সন জুন হো (সানড♏ং টাইসান), সং মিন কিউ (জেওনবুক মটরস), কিওন চ্যাং হুন (জিমচিওন সাঙমু), লি জি সাং (মেইঞ্জ), হুয়াং হি চ্যান (উলভস), হুং ইন বিয়ম (অলিম্পিয়াকোস), জিয়ং ও ইয়ং (ফ্রেইবার্গ), লি ক্যাং ইন (রিয়াল মায়োর্কা)।

ফরোয়ার্ড- হুয়াং উই ✃জো (অলিম্পিয়াকোস), চো গুই সাং (জিওনবুক মটরস), সং হুয়েং মিন (টটেনহ্যাম হটস্পার)

Link copied!