কলকাতার আর জি কর মেডিকেল কলেজে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটন🐎ায় গোটা ভারত তোলপাড়। সাধারণ মানুষ থেকে তারকা খেলোয়াড় বা অভিনয়শিল্পী-সংগীতশিল্পী, বুদ্ধিজীবী...প্রতিবাদ করছেন সবাই।
আর জি কর–কাণ্ড নিয়ে সম্প্রতি কথা বলেছেন ভার📖ত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। তবে তার কথা ভালোভাবে নেননি আন্দোলনকারী বা সা🦂ধারণ মানুষ।
এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌরভ বলেছিলেন, তার꧋ও এক♏টি মেয়ে আছে আর মেয়ের বাবা হিসেবে বিষয়টিতে তিনি খুব হতাশ হয়েছেন। খুব দুর্ভাগ্যজনক। কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। এটা ভয়ংকর ঘটনা...সত্যিই খুব ভয়ংকর।’
সৌরভ এরপর যা বলেছেন, সবার আপত্তি সেটাতেই। তিনি বলেন, ‘আমি মন🌠ে করি না, বিচ্ছিন্ন একটা ঘটনা দিয়ে সবকিছুর বিচার করা উচিত। এ ধরনের দুর্ঘটনা বিশ্বের সব জায়গায়ই ঘটে। তাই এটা ভাবার সুযোগ নেই যে সবকিছু বা সবাই নিরাপদ নয়। এটা ভাবা ভুল যে মেয়েরা নিরাপদ নয়। শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতের সব জায়গায়ই মেয়েরা নিরাপদ।’
সৌরভের এমন মন্তব্যের পর চারদিক থেকে ছুটে আসে সমালোচনার তির। অভিনেত্রী স্বস্তিকা তো সৌরভকে একপ্রকার বর♒্জনই করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘আমি কোনো দিন ‘দাদাগিরি’তে যাইনি। যাওয়া হয়নি। আর কোনো দিন যাব না। দুর্ঘটনাবশত যাব না, সেটা নয়। নিজের ইচ্ছাতেই যাব না। ধর্ষণ ও খুন কোনো দুর্ঘটনা নয়।
এমন চাপের মুখে অবশেষে নিজের বক্তব্য বদলাতে বাধ্য হয়েছেন সৌরভ। এবার তিনি বলেছেন, ‘গত রোববার (১১ আগস্ট) আমি এটা (আর জি কর–কাণ্ড) নিয়ে কথা বলেছিলাম। আমি জানি না, আম🍸ার বক্তব্য কীভাবে উপস্থাপন করা হয়েছে। এটা ভয়ংকর এক ঘটনা। অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ আর এমনটা করতে না পারে।’