• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফ্রেঞ্চ ওপেনে সুয়াতেকের শুভসূচনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৪, ০৪:৩২ পিএম
ফ্রেঞ্চ ওপেনে সুয়াতেকের শুভসূচনা
রিটার্ন শট নিচ্ছেন ইগা সুয়াতেক। ছবি: সংগ্রহীত

বর্তমান চ্যাম্পিয়ন পোল্যান্ডের ইগা সুয়াতেক তার ফ্রেঞ্চ ওপেন টেনিস আসরের শিরোপা রক্ষায় নিজের প্রথম ম্যাচেই দারুণ এক জয় পেয়েছেন। মাত্র ৬১ মিনিটেই তিনি সরাসরি ৬-১ ও ৬-২ সেটে উড়িয়ে দিয়েছেন স্বাগতিক ফ্রান্সের লিওলিয়া জিনজিনকে।
২০০৭ সালে জাস্টিন হেনিনের পর প্রথম নারী হিসেবে টানা তিনটি ফ্রেঞ্চ ওপেন শিরোপা জেতার লক্ষ্যে সহজ জয় পেলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সুয়াতেক।
এই জয়ের ফলে সুয়াতেককে পরের রাউন্ডেই চারবারের গ্রান্ড স্লাম চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকার মুখোমুখি হতে হচ্ছে। ওসাকা মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে এসে অসাধারণ খেলছেন।
ম্যাচ জেতার পর দর্শকদের ভালোবাসা পেয়ে উচ্ছ্বসিত সুয়োতেক বলেন, ‘প্যারিস এখন আমার কাছে নিজের ঘরের মতোই। আমি এখানে অনেক জয় আশা করি। এখানে অনেক বেশি সময় খেলার ইচ্ছা রয়েছে আমার।’
ওন্স জাবেউর, কোকো গফ ও মার্কেটা ভনড্রোসোভা সোমবার অন্যান্য দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জয়লাভ করেছেন। যদিও বৃষ্টির কারণে অনেক ম্যাচই নির্দিষ্ট সময়ে শেষ হতে পরেনি।  
ষষ্ঠ বাছাই গ্রিসের মারিয়া সাক্কারি ২৩ বছর বয়সী ফ্রান্সের খেলোয়াড় ভারভারা গ্র্যাচেভার কাছে ৬-৩, ৪-৬ ও ৩-৬ সেটে পরাজিত হন। যা ছিল বড় এক অঘটন। আরেক অঘটন ছিল ব্রিটেনের তারকা খেলোয়াড় হ্যারিয়েট ডার্টের বিদায় নেওয়া। তিনি ২৭তম বাছাই লিন্ডা নোস্কোভার কাছে সরাসরি ৬-৭ ও ৪-৬ সেটে হেরে যান।  
 

Link copied!