নাজমুল হোসেন শান্ত আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে দুই ইনিংসেই ಌসেঞ্চুরি করেছেন। এর আগে প্রথম ইনিংসে দেড়শ`র কাছাকাছি গিয়ে থামতে হয় তাকে। প্রথম ইনিংসে ১৪৬ রান করে আউট হন তিনি। এবার ১২৪ রানে আউট হলেন 🌃এই বাঁহাতি।
মিরপুরে তৃতীয় দিনে মমিনুল হককে নিয়ে দারুণ খেলছিলেন এই ব্যাটার। তবে জহির খানের বলে আফগ𒁃ান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদীর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শান্ত। ১৫টি চারের মার তার ইনিংসে।
এর আগে দ্বিতীয় ইনিংসে জাকির হাসানকে সঙ্গে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন তিনি। ১৭৩ রানে জাকিরের রানআউটে ভাঙেꦏ এ জুটি।
শান্ꦚত ১৩টি চারের সাহায্যে সেঞ্চুরির দেখা পান। তিনি দꦚ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন।
এর আগে কেবল মুমিনুল হক এই কীর্তি গড়েন। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড গড়েন মুমিনুল। প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করে সাবেক টেস্ট অধিনায়ক।