• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তাসকিনের তোপের পর সল্টকে ফেরালেন সাকিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০৩:৩৭ পিএম
তাসকিনের তোপের পর সল্টকে ফেরালেন সাকিব

✃সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে বোলিং করতে নেমে তাসকিনের তোপে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে ইংলিশ ওপেনার মালানকে ফেরত পাঠিয়েছেন তাসকিন। এছাড়া বাকি ব্যাটাররাও স্বস্তিতে নেই তাসকিন আর মোস্তাফিজের তোপে।

ইনিংসের প্রথম ওভার করতে এসেই ১০ রান হজম করেন তাসকিন আহমেদ। দ্ব💜িতীয় ওভারের প্রথম বলে মোস্তাফিজের দারুণ এক ডেলিভারে ইংলিশ ও🔯পেনার সল্টের ব্যাট স্পর্শ করে প্রথম স্লিপের পাশ দিয়ে চলে বাউন্ডারিতে। দারুণ বোলিং করার ফিজের এই ওভার থেকে আসে মাত্র ছয় রান।

ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। তাসকিনের বল উড়িয়ে মারতে চেয়েছিলেন ইংলিশ ওপেনার ডেভিড মালান। কিন্তু সেটা এজ🌺ড হয়ে থার্ডম্যানে উড়ে গেলে তালুবন্দি করেন হাসান মাহমুদ। ফেরারা আগে মাত্র পাঁচ রান করেন তিনি।

এক বলের ব্যবধানে তিন নম্বরে নামা মঈন আলিকে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তাসকিনের দুর্দান্ত ডেলিভারিতে মঈনের ব্যাট স্পর্শ করে প্রথম স্লিপে গেলেও লাফিয়ে সেটার নাগাল পাননি নাজমুল হোসেন শ🌟ান্ত।

ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে মাত্♍র আট রান দেন তাসকিন। একটি চার হজম করলেও পুরো ওভারে মঈন ও সল্টকে রীতিমতো অস্বস্তিতে 🐓রেখেছিলেন তিনি।

তবে অন্যরা অস্বস্তিত🍨ে থাকলেও আরেক প্রান্তে🐼 রানের গতি বাড়ানোর চেষ্টা করছেন সল্ট। পাওয়ার প্লের শেষ ওভার করতে নাসুম আহমেদ হজম করেছেন ১৩ রান। পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়েছে ৫০ রান। 

তবে পাওয়ার প্লে শেষে বল হাতে নিয়েই ভয়ঙ্কর হয়ে ওঠা সল্টকে ফিরিয়েছেন সাকিব। ফেরার আগে ১৯ বলে ২৫ রান করেছ🍨েন সল্ট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাত ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৫১ রান। ১২ বলে ১৩ রানে ব্যাটিং করছেন মঈন এবং নতুন ব্যাটার ইংলিশ অধিনায়ক বাটলার আছেন এক রানে।&nbs🔥p;

Link copied!