কাতার বিশ্বকাপকে স🌳ামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন সার্বিয়ান কোচ দ্রাগান স্টোইকোভিচ। চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও 🌜বিশ্বকাপ দলে রয়েছেন আলেক্সান্দার মিত্রোভিচ।
দীর্ঘদিন ধরে চোটে ভুগছিলেন মিত্রোভিဣচ। তাই বিশ্বকাপ দলে তার থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। সার্বিয়ার ইতিহাসে সর্বোচ্চ🔯 গোলদাতা তিনি।
তাই চোট পুরো না সারলেও তাকে দলে রেখেছে সার্বিয়া। আশা করা হচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই 🐬সুস্থ হয়ে উঠবেন তিনি।
বিশ্বকাপে ২৪ নভেম্বর সার্বিয়ার প্রথম ম্যাচ ব্রাজ🍸িলের বিপক্ষে। গ্রুপ ‘জি’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ ক্যামেরুন ও সুইজারল্যান্ড।
কাতার বিশ্বকাপে সার্বিয়ার স্কোয়াডঃ
গোলরক্ষক: মার্কো দিমিত্রোভিচ, প্রেদ্রাগ রাইকোভিচﷺ, ভানিয়া ꦺমিলিনকোভিচ-স্যাভিচ;
ডিফেন্ডার: স্তেফান মিত্রোভিচ, নিকোলা মিলেনকোভিচ, ফিলিপ ম্🔯লাদেনোভিচ, স্ত্রাহিনিয়া এরাকোভিচ, স্ত্রাহিনিয়া পাভলোভিচ, মিলোস ভেলিকোভিচ, স্রদিয়ান বাবিচ।
ম⭕িডফিল্ডার: নেমানিয়া গুদলেই, নেমানিয়া মাকসিমোভিচ, উরোস রাচিচ, ইভান ইলিচ, আন্দ্রিয়া জিভকোভিচ, সার্গেই🔥 মিলিনকোভিচ-স্যাভিচ, সাসা লুকিচ, মার্কো গ্রুজিচ, ফিলিপ কস্তিচ,দার্কো লাজোভিচ।
ফরোয়ার্ড: দুসান তাদিচ, ফিলিপ দুরিচি🌃চ, লুকা জোভিচ, আলেক্সান্দার মিত্রোভিচ, দুসান ভ্লাহোভিচ, নেমানিয়া রাদোনিচ।