মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই ২৬ সদস্য🎐ের স্কোয়াড ঘোষণা করেছে দেশটির কোচ হার্ভে রেনার্ড। দলে আছেন ইনজুরিতে পড়া দলটির অধিনায়ক সালমাল আল ফারাজ।
আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে কাঁধের চোটে পড়েন সালম🍰ান। এরপরেই তার বিশ্বকাপে পাওয়া নিয়ে তৈরি হয় শঙ্কা। সেই শঙ্ক💙া কাটিয়ে তাকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সৌদি আরব।
এবারের আসরে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দেশটি। ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে এই ম্যাচ। টুর্নামেন্টের 🎶গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যা♓ন্ড।
সৌদি আরব স্কোয়াড
গোলরক্ষক- মোহ💦াম্মেদ আল ওয়েইস (আল হিলাল), নাওয়🔯াফ আল আকিদি (আল নাসের), মোহাম্মেদ আল ইয়ামি (আল আহলি)।
ডিফেন্ডার- ইয়াসের আল শাহরানি (আল হিলাল), আলি আল বুলাইহি (আল 🌄হিলাল), আব্দুলেলাহ আল আমরি (আল নাসের), আব্দুল্লাহ মাদু (আল নাসের), হাসান তামবক্তি (আল শাবাব), সুলতান আল ঘানাম (আল নাসের), মোহাম্মেদ আল ব্রেইক (আল হিলাল), সৌদ আব্দুলহামিদ (আল হিলাল)।
মিডফিল্ডার- সালমান আল ফারাজ (আল হিলাল), রিয়াদ শারাহিলি (আবাহ), আলি আল হাসান (আল নাসের), মোহাম্মেদ কানো (আল হিলাল), আব্দুলেলাহ 🐠আল মালকি (আল হিলাল), সামি আল নাজেই (আল নাসের),♋ আব্দুলাহ ওতাইফ (আল হিলাল), নাসের আল দাওসারি (আল হিলাল), আব্দুল রাহমান আল আবৌদ (ইতিহাদ), সালেম আল ডাওসারি (আল হিলাল), হাত্তান বাহেব্রি (আল শাবাব)।
ফরোয়ার্ড- ফাহাদ আল মুওয়ালাদ (🍬আ🐲ল শাবাব), হাতিহাম আসিরি (আল আহলি), সালেহ আল শেহরি (আল হিলাল), ফিরাস আল বুরাইকান (আল ফাতেহ)।