বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের প্রথমভাগ সাইড বেঞ্চে বসꦑেই কাটাতে য়েছে ফরচুন বরিশালের অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বিকে। এরপর যখন একাদশে সুযোগ পেলেন তখন আবার ট🌳ানা দুই ম্যাচে ব্যাটিংয়েই নামতে পারলেন না।
অবশেষে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) একেবারে ওপেনিংয়ে 💙ব্যাটি𝐆ংয়ের সুযোগ পান রাব্বি। প্রথমবার ব্যাটিংয়ে সুযোগ পেয়েই কাজে লাগাতে পেরে সন্তষ্ট তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাব্বি বলেন, “প্রথমত আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে সুযোগ পেয়েছি। দলের প্লানই ছিল আজ রাইট-লেফট কম্বিনেশনের। আগে থেকেই বলেছিল খেললে ওপরের দিকেইꦆ খেলবে। দল থেকে স্বাধীনতা দিয়েছিল নিজের মতো খেলার, চেষ্টা করো পাওয়ারপ্লে ব্যবহার করার। আলহামদুলিল্লাহ সেটা পেরেছি ব্যবহার করতে।”
ফরচুন বরিশাল দলটা সবসময়ই তারকায় ঠাসা থাকে। এমন বড় দলের পারফর্ম করা সহজ হয়ে যায় কি ন🌸া এমন প্রশ্নে রাব্বি সম্মতিসূচক উত্তর দেন।
“অনেকটা, কারণ বড় দলে খেললে নিজের উপর চাপটা অনেক কম 🐎থাকে। দায়িত্ব নেওয়ার অনেকেই থাকে তো যারা নতুন খেলোয়াড় তাদেরকে ওই স্বাধীনতা দেওয়া হয় তুমি তোমার চেষ্টাটা করো না হলো সমস্যা নেই, কিন্তু তোমার ভেতরে যেন চেষ্টাটা থাকে” যোগ করেন🐽 রাব্বি।
ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান পুরো দলকে ভাল𒁃ো করতে উৎসাহ দেন বলে জানান রাব্বি। তার কথাতে 🐼সবাই নিজের উপর বিশ্বাস রাখতে পারে বলে মনে করেন তিনি।
রাব্বি আরও বলেন, “সাকিব ভাই সবসময় আমাদের উৎসাহ দেয়। আমরা যারা খেলতেছি বা খেলছি না সবাইকে ওই বিশ্বাসটা দেন। আ😼জকে টিম মিটিংয়ে সাকিব ভাই বলেছেন যে কেউই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমাদের ড্রেসিংরুমটা সবসময় হাসিখুশি থাকে কারো উপরই চাপ নেই। সবাই চেষ্টা করে সেরাটা দেওয়ার জন্য।”