দু’দশকের বেশি সময় ধরে টেনিস খেলেছেন। আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করেছেন সানিয়া মির্জ়া। টেনিস থেকে অবসর নিলেও তাকে নিয়ে চর্চার শেষ নেই। টেনিস তারকাꦗ সানিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে কা𓄧টাছেঁড়া চলে অবিরত।
কানাঘুষো শোনা যায়, এক বলিউড অভিনেতার সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু সেই নায়ক সানিয়ার উপর অধিকারবোধ ফলাতেন বলে সম্পর🌟্কে ইতি টানেন টেনিস তারকা।
২০১০ সালের এপ্রিল মাসে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে 🐼বিয়ে করেন সানিয়া। দীর্ঘ দিন এক ছাদের তলায় থাকলেও সংস🀅ার ভেঙে যায় সানিয়া এবং শোয়েবের।
২০২৪ সালের জানুয়ারি মাসে সানিয়া জানান যে, কয়েক মাস আগে শোয়েবের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তার। বিচ্ছেদের পর পুত্রসন্তানকে নিয়ে একাই থাকেন সানিয়া।🐻 টেনিস থেকে অবসরও নিয়েছেন তিনি।
শোনা যায়, ২০০৯ সালে এক বন্ধুর বাড়ির পার্টিতে সানিয়ার সঙ্গে আলাপ হয় বলিউড অভি𝓡নেতা শাহিদ কাপুরের। সেখানেই বন্ধুত্ব হয় দু’জনের। বন্ধুত্ব ক্রমশ গভীর হতে থাকে।
অনেকের দাবি, করিনা কপূর খানের সঙ্গে দীর্ঘ দ🍨িনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সানিয়ার সঙ্গে বন্ধুত্ব বাড়তে থাকে শাহিদের।
সানিয়া এবং ♉শাহিদ দু’জনের কেউ তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও ছবিশিকারিদের সঙ্গে লুকোচুরিও খেলতেন না তারা। দু’জনকে একসঙ্গে বহু জায়গায় দ🐭েখা গিয়েছে।
শোনা যায়, সানিয়ার সঙ্গে সময় কাটাতে চান বলে পরিচালকের কাছে শুটিংয়ের স্থান এবং সময় প✨রিবর্তন করার অনুরোধ করেছিলেন শাহিদ।
বলিপ⭕াড়ার একাংশের দাবি, হায়দরাবাদে শুটিংয়ে গেলে সানিয়ার সঙ্গে সময় কাটাতে পারবেন বলেই শুটিংয়ের স্থান, সময় ঠিক করেছিলেন শাহ🎉িদ।
কানাঘুষো শোনা যায়, সানিয়াকে নাকি ‘ট্রফি’ হিসাবে দেখতেন শাহিদ। টেনিস তারকার প্রত𓆏ি অধিকারবোধ খাটাতে থাকেন অভিনেতা। তাই শাহিদের সঙ্গে সম্পর্কে ইতি টানেন সানিয়া।