• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘নামিবিয়া’কে মনে রাখতে বললেন শচীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৭:১৮ পিএম
‘নামিবিয়া’কে মনে রাখতে বললেন শচীন

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে হইচই ফেলে দিয়েছে নামিবিয়া। ম্য🌜াচ শেষ হওয়ার পর থেকেই আইসিসির🐻 এই সহযোগী দেশটিকে নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন একাধিক সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা।

অনেকেই টুইটারে নামিবিয়াকে প্রশংসায়🌄 ভাসাচ্ছেন। যাদের মধ্যে অন্যতম ভারতের সাবেক কিংবদন্তী ব্যাটার শচীন টেন্ডুলকার। ২০১৬  সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে ইংলিশ বোলার বেন স্টোকসকে টানা চার ছক্কা মেরে দলকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট।

শেষ ছক্কা মারার পর বিখ্যাত ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ইয়ন বিশপ বলেছিলেন ‘❀রিমেম্বা💃র দ্য নাম, কার্লোস ব্রাথওয়েট।’ শচীনের মুখে এবার নামিবিয়াকে নিয়ে শোনা গেল সেই লাইন।

টুইটারে নিজের একাউন্টে শচীন লিখেন,&♚nbsp;“নাম﷽িবিয়া আজ ক্রিকেট বিশ্বকে বলে দিয়েছে... ‘নাম’ (নামিবিয়া) মনে রেখো!”

শুধু শচীন নন, আরও অনেক সাবেক ক্রিকেটার রোববার (১৬ অক্টো🅠বর) নামিবিয়ার জয়ে টুইট করেছেন। ভারতের সাবেক 💧ক্রিকেটার ওয়াসিম জাফর লিখেছেন, ‘মাথা নত শ্রদ্ধা নাও নামিবিয়া।’

রো🦄ববার শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটিং করে ১৬৩ রানের লড়াকু সংগ্রহ গড়ে নামিবিয়া। এরপর নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ে লঙ্কানদের ১০৮ রানে অলআউট করে ৫৫ রানের বড় জয় পায় তারা।

২০২১ সালের টি-টো💞য়েন্টি বিশ্বকাপেই প্রথমবারের মতো কোনো বিশ্ব মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করেছিল নামিবিয়া। অভিষেকেই প্রাথমিক পর্ব পার করে সুপার টুয়েলভও খেলেছিল দলটি। আর এবার শ্রীলঙ্কাকে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুপার টুয়েলভে খেলার আগমনী বার্তা দিয়ে রাখলো তারা।

 

Link copied!