• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সম্ভাব্য পদক হাতছাড়া রুবেলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৭:৩২ পিএম
সম্ভাব্য পদক হাতছাড়া রুবেলের
হাকিম আহমেদ রুবেল। ছবি : সংগৃহীত

ইরাকের র⭕াজধানী বাগদাদে এশিয়া কাপ আর্চারিতে দলীয় দুই স্বর্ণ হারানোর পর সকলের আগ্রহ ছিল হাকিম আহমেদ রুবেলের ব্যক্তিগত পদকের দিকে। কিন্তু রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ব্রোঞ্জের ওই লড়াইয়ে বাংলাদেশের রুবেল উজবেকিস্তকানের সাদিকভ আমির খানের কাছে পরাজিত হন।

রুবেল প্রথম সেট জেতার পর খানিকটা আশা সঞ্চার হয়েছিল। পরবর্তী তিন সেট টানা হারলে উজবেক আর্চার আমির খান ৬-২ সেট পয়েন্টে ব্রোঞ্জ জিতে নে༺ন। প্রথম🃏 সেটে রুবেল ২৭-২৬ স্কোরে জিতলেও পরবর্তী তিন সেট ২৫-২৮,২৭-২৯ ও ২৫-২৮ স্কোরে হারেন।

এশিয়া কাপ আ🐓র্চারিতে বাংলাদেশের প্রাপ্তি দুই রৌপ্য ও দুই ব্রোঞ্জ। রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র বিভাগে ভারতের বিপক্ষে হেরে রৌপ্য পায় বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগতের পর রিকার্ভ নারী দলগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। 

চারটি দলীয় পদক আসলেও ব্যক্তিগত পদক তালিকা শূন্য। সবমিলে ব্যর্থই হতে হলো বাংলাদেশকে। অথচ, ক্রিকেটের পর আর্চারিতেই বাংলাদেশ এতোদিন সাফল্য লাভের স্বপ্ন দেখছিল। কিছুটা সম্ভাবনা তৈরিও করেছিলেন আমাদের আর্চাররা। কিন্তু এখন আর স্বপ্ন দেখছে না কেউই।  
 

Link copied!