পর্তুগালের বিশ্ব নন্দিত ফুটবল তারকা প🐲েপে তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক সফলতা পেয়েছেন, নজর কেড়েছেন তার অসাধারণ ক্রীড়া শৈলী প্রদর্শন করে। এবার সেই পেপে সব ধরনের ফুটবল থেকে অবসর নিয়েছে🌠ন।
ডিফেন্ডার পেপে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তার সিদ্ধান্তের কথা জানান। ৪১ বছর বয়সী পেপে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন চলতি বছরের ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে। ২২ বছরের বর্ণাঢ্য ক্যারি🌺য়ার শেষ হলো পেপের।
এবারের ইউরোপীয় আসরে খেলে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন পেপে। ভিডিও বার্তায় পেপে লিখেছেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সমর্থন করার জন্য। এখন আমি ভারমুক্ত হতে চাই।` তার বিদায়ের খবরে ক্রিশ্চিয়ানো রোনালদো যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তুমি ছিলে মাঠে আমার সবচেয়ে কাছের মানুষ। খেলার মাঠে যা কিছু অর্জন করেছি, তার মধ্যে সবচেয়ে বড় হলো ত♏োমার বন্ধুত্ব।’
ব্রাজিলে জন্মগ্রহনকারী পেপে ২০০৭ সালে পর্তুগাল জাতীয় দলের হয়ে অভিষেক ক🥀রেন। তিনি জাতীয় দলের হয়ে ১৪১টি ম্যাচ খেলেছেন। ২০১৬ সালের ইউরোপীয় আসরের কোয়ার্টার ফাইনালে তিনি জাতীয় দলের শেষ ম্যাচটি খেলেন। সেবার শিরোপা জেতে পর্তু꧟গাল।