পাঁচᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবারের ব্যালন ডি’অর খেতাবজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করেও নিজের দলকে জেতাতে পারেননি।
মধ্যপ্রাচ𒉰্যের দেশ সৌদি আরবের প💛্রো ফুটবল লিগে আল কাদসিয়ার কাছে ১-২ গোলে হেরে গেছে রোনালদোর আল নাসর ক্লাব। এতে থেমে গেছে স্টেফানো পিওলির শিষ্যদের টানা ২১ ম্যাচের অপরাজিত যাত্রা।
শুক্রবার ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে শুরুতে আল নাসরকে এগিয়ে দি🌠য়েছিলেন পর্তুগিজ তারকা রোনালদোই। তবে এই মহা তারকার গোলটি ক্লাবের জন্য যথেষ্ঠ হয়নি। লিড তো ধরে রাখতে পারেইনি, শেষ পর্যন্ত হেরেই বসেছে আল নাসর।
সৌদি আরবে আসার পর এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পা✨রেননি রোনালদো। এবারও সেই আশা ম্লান হচ্ছে রোনালদোর। চ্যাম্পিয়ান আল হিলাল থেকে ৬ পয়েন্ট পিছিয়ে আছে আল নাসর।
৩২ মিনিটে গোল করেন রোনালদো। চলতি মৌসুমে প্রো লিগে এটি পর্তগিজ ফরোয়ার্ডের সপ্তম গোল। আল নাসরꦺের জার্সিতে সিআরসেভেনের ৫৭তম। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।
৫ মিনিট পরই সমতায় ফেরে কাদসিয়া। 🤡সফরকারী দলের হয়ে গোল করেন হুলিয়ান কুইনোনেজ। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিটে আল নাসরের দর্শকদের স্তব্ধ করে দেন কাদসিয়ার পিয়েরি এমেরিক ওবামেয়াং। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়🐻ায় হেরেই মাঠ ছাড়তে হয় আল নাসরকে।
১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রো লিগের টেবিলের তৃতীয় স্থানে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বি🦂তীয় স্থানের দখলে আল ইতিহাদ।