• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গোল পেয়ে পেলেকে স্মরণ রদ্রিগোর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ১১:৪৮ এএম
গোল পেয়ে পেলেকে স্মরণ রদ্রিগোর

চলে গেছেন ফুটবল মহাতারকা পেলে। সারা পৃথিবীর ফুটবলপ্রেমী ফুটবল রাজার প্রয়াণে ব্যথিত। ব্রাজিলিয়ান তারকার বিদায়ে তার উত্তরসূরি রদ্রিগো গোল করে উদযাপন করেছেন পেলের মত🤪ো করেই। 

রদ্রিগো সান্তোসে খেলে বড় হয়েছেন। এই ক্লাবের হয়ে পেলে এক হাজারের বেশি গোল করেছেন। এই ক্ল🍰াবের হয়েই সিনিয়র ফুটবলে রদ্রিগোর যাত্রা শুরু হয়েছিল। সময়ের আবর্তে তিনি এখন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে।

পেলের বিদায়ের পর🙈 প্রথম গোলটি করে রদ্রিগো তার রুট ক্লাব এবং দেশের কিংবদন🎶্তির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উদযাপন করেন।

মঙ্গলবার কোপা দেল রে-তে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ চতুর্থ স্তরের লিগের দল সিপি ক্যাসেরেনোক⛎ে অল্পের জন্য হারিয়েছে। রদ্রিগো ꧃একমাত্র গোলটি করেন যা ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

পেলের ‍‍‘আইকনিক‍‍’ উদযাপনের মতোই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল 🐻করে লাফিয়ে ওঠেন এবং তার মুষ্টিবদ্ধ হাত ব🉐াতাসে ছুড়ে উদযাপন করেন।

Link copied!