একটি ফুটবল ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গোল। সেই গোলের বিষয়ে সিদ্ধান্ত নিতে অবহেলা করায় একজন মিশরীয় রেফারিকে দেশটির এফএ অনির্দিষ্টকাল🥂ের জন্য বরখাস্ত করেছে। ম্যাচে রেফারি দর্শকের ফোনে ফুটেজ দেখার পরে গোল বাত🐓িল করেন।
রেফারির নাম মোহাম্মদ ফারুক। তিনি শুক্রবার মিশরীয় দ্বিতীয় বিভাগের আল-নাসর ও সুয়েজের মধ্যকার একটি ম্যাচের দায়িত্ব নেন। ভিএআর এর ব্যবস্থা না থাকায় তিনি বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করেন। শেষ কয়েক মিনিটে স𓃲্বাগতিক সুয়েজ ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আল-নাসর নাটকীয় সমতায় গোল করে একটি পয়েন্ট অর্জনের চেষ্টা করে।
তবে সুয়েজের খেলোয়াড়রা হ্যান্ডবলের আবেদন করে। মাঠের সমর্থকদের সোচ্চার প্রতিবাদের পরে ফারুক হ্যান্ডবলের জন্য গোল বাতিল করার আগে গোলের রিপ্💖লে দেখার জন্য একজন ভক্তের ফোন ব্যবহার করেন। তার কর্মের ফলস্বরূপ ফারুক কঠিন শাস্তির মুখোমুখি হয়েছেন। মিশরীয় রেফারি কমিটির (ইআরসি) প্রধান ভিটর পেরেরা র🌜েফারি এবং তার পুরো ম্যাচ ডে স্টাফকে `অনির্দিষ্ট সময়ের জন্য` বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
মিশরীয꧋় এফএ পেরেরার পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। গোলটি বাতিল করার বিতর্কিত সিদ্ধান্তের পর ফারুক পুলিশ সদস্যদের অধীনে মাঠ ত্যাগ করেন। আল-নাসরের পক্ষ থেকে ফারুকের বিরুদ্ধে আইন লঙ্ঘনের জন্য আইনী ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
ম্যাচটি শেষ পর্যন্ত সুয়েজ ৩-১ গোলের ব𝔉ড় ব্যবধানে জিতেཧ নেয়।