চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো ট্রেবল জিꦅতেছে ম্যানচেস্টার সিটি। দীর্ঘ ২৪ বছর ইংলিশ কোনো ক্লাব❀ ট্রেবল জয়ের স্বাদ নিল। দলটি এর আগে ঘরোয়া প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জয় করে।
ইস্তাম্বুলে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ৭২ হাজারের সমর্থকের সামনে ১-০ গোলে ইন্টারকে হারায় সিটিজেনরা। এর ফলে প্রথমবার চ্যাম্পিয়ন লিগের শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করে ম্যানচেস্টারের দলটি। এ জয়ে নিজেকেও অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওয়ালা। ফুটবলের ইতিহাসে প্রথম কোচ হিসেবে দ্বি⭕তীয়বার ট্রেবল জয়ের রেকর্ড গড়লেন তিনি।ജ এর আগে বার্সেলোনার কোচ হিসেবে ট্রেবল জিতেন এই স্প্যানিশ কোচ।
ম্যান সিটিকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে আগাম সতর্কবার্তা দিলেন গার্দিওয়ালা। ১৪ বারের চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা রিয়াল মাদ্রিদকে বোঝালেন এই শিরোপাকে 🐠অভ্যাসে পরিণত করতে চান তিনি। সংবাদ সম্মেলনে মজার ছলেই গার্দিওয়ালা বলেন, “সাবধানে রিয়াল মাদ্রিদ। মাত্র ১৩টা চ্যা🐈ম্পিয়নস লিগ পিছিয়ে আছি আমরা। তোমরা ভুল করলেই আমরা তোমাদের ছুঁয়ে ফেলব।”
ইউরোপের সবচেয়🀅ে সেরা দল এখন ম্যান সিটি। আর ইউরোপের সেরꦕা কোচও পেপ গার্দিওয়ালা।