• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাতার বিশ্বকাপ

মেক্সিকোর হয়ে বিশ্বকাপ খেলবেন রাউল জেমিনেজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ১১:৩৩ পিএম
মেক্সিকোর হয়ে বিশ্বকাপ খেলবেন রাউল জেমিনেজ

কাতার বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন মেক্সিকো। দলে সুযোগ পেয়েছেন উলভসের তারকা ফরোয়ার্ড রাউল জেমিনেজ। বিশ﷽্বকাপের আগে স্পেনের জিরোনায় ক্যাম্প করবে দলটি।

কাতার বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে খেলবে মেক্সিকো। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড, আর্জেন্টিনা ও সৌদি আরব। পোল্ﷺযান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে দেশটি।

মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি জ্যাভিয়ের হার্নান্দেজের। ২০১৯ ꧅সাল থেকেই জাܫতীয় দলের বাইরে আছেন এই তারকা ফরোয়ার্ড।

মেক্সিকো স্কোয়াড

গোলরক্ষক- রোদোলফো কোটা (ক্লাব লিওন), গুইলারমো ওচোয়া (ক্লাব আমেরিকা), আলফ্রেদো তালাভেরা (এফসি 🍌জুয়ারে♕জ)।

ডিফেন্ডার- কেভিন আলভারেজ (পাচুয়া), জেসুস আনগুলো (টাইগ্রেস উয়ানল), নেস্টর আরাহো (ক্লাব আমেরিকা), জেরার্দো আরটেগার (জেঙ্ক), জেসুস গালার্দো (মন্টেররি), সিজার মন্টেস (মন্টেররি), হেক্ট্র মোরেনো (মন্টেররি), হোর্𝄹হে সানচেজ (আয়াক্স), জোহান ভাসকুয়েজ (ক্রেমোনেস)।

মিডফিল্ডার- এডসন আলভারেজ (আয়াক্স), লুইস শাভেজꦏ (পাচুয়া), আন্দ্রেস গুয়ারদাদো (রিয়াল বেতিস), এরিক গুটিয়েররেজ (পিএসভি আন্দোভেন), হেক্টর হেরেইরা (হস্টন ডায়নামো), ওরবেলিন পিনেদা (এইকে এথেন্স), কার্লোস রদ্রিগেজ (ক্রুজ আজুল), লুইস রোমো (মন্টেররি), এরিক সানচেজ🌺 (পাচুয়া)।

ফরোয়ার্ড- রবার্তো আলভারাদো (শিভাস), উরিয়েল আন্তুনা (ক্রুজ আজুল), জেসুস কোরোনা (সেভিয়া), রোগেলিও ফুনেস মোরি𒁏 (মন্টেররি), সান্তিয়াগো জিমিনেজ (ফেয়েনউডಞ), রাউল জেমিনেজ (উলভস), ডিয়েগো লাইনেজ (ব্রাগা), হিরিভিং লোজানো (নাপোলি), হেনরি মার্টিন (ক্লাব আমেরিকা), অ্যালেক্স ভেগা (শিভাস)।

Link copied!