• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এক বল থাকতেই পাঞ্জাবকে হারালো রাজস্থান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪, ০৬:২৭ পিএম
এক বল থাকতেই পাঞ্জাবকে হারালো রাজস্থান
ম্যাচশেষে দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময়। ছবি : সংগৃহীত

চলতি আইপিএলে টানা ৪ জয়ের পর গুজরাট টাইটানসের কাছে শেষ বলের লড়াইয়ে হারে রাজস্থান রয়্যালস। তবে সেই ধাক্🦩কা সামলে ফের জয়ে ফিরেছে তারা। শীর্ষে থাকা দলটি এবার ৩ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে।

চণ্ডীগড়ে শন𒊎িবার পাঞ্জাবের ৮ উইকেটে ১৪৭ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে ১ বল হ♓াতে রেখেই জয় তুলে নেয় রাজস্থান।  

রাজস্থানের বোলারদের তোপে পড়ে পাঞ্জাবের উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। দলীয় ২১ রানের প্রথম উইকেট হারানো দলটি ৭০ রান তুলতেই হারায় ৫ উইকেট। প্রথম পাঁচ ব্যাটার▨ের মধ্যে কেবল জিতেশ শর্মা (২৯) বলার মতো রান পেয়েছেন। তবে শেষদিকে লিভিংস্টোন (১৪ বলে ২১ রান) ও আশুতোষ শর্মা (১৬ বলে ৩১ রান) হাল ধরে দলকে লড়াই করার মতো পুℱঁজি এনে দেন।

রাজস্থানের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২২ 🅺রানে নেন ১ উইকেট। ২৩ রানে ২ উইকেট নিয়েছেন প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ। ফাস্ট পেসার আবেশ খানের ঝুড়িতেও গেছে ২টি উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে রাজস্থান ভালো শুরু পায় দুই ওপেনারের ব্যাটে। যশস্বী জয়শওয়াল ও তানুশ কꦚতিয়ান মিলে তুলে ফেলেন ৫৬ রান। কতিয়ান ৩১ বলে ২৪ রান করে আউট হন। অন্যপ্রান্তে থাকা যশস্বী ২৮ বলে ৩৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। মাঝে অধিনায়ক সাঞ্জু স্যামসন (১৮), রিয়ান পরাগ (২৩) মিলে রাজস্থানকে জয়ের পথে রাখেন। ৫ বলে ১১ রানের ছোট ক্যামিও খেলে কিছুটা এগিয়ে দেন রভম্যান পাওয়েল। অবশ্য আসল কাজটা করেন হেটমায়ার নিজেই। ১০ বলে ৩ ছক্কা ও 𒆙১ চারে ২৭ রান করে জয় নিশ্চিত করেন।  

৬ ম্যাꦰচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে রাজস্থান। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আটে আছে পাঞ্জাব।

Link copied!