বিপিএলের নকআউট পর্বের আগের তিন ভেন্যুর সব♐ ম্যাচ শেষ হয়েছে। এবার নকআউট পর্বের ম্যꦓাচ শুরু হবে। এই পর্বে জায়গা করে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।
এলিমিনেটরে প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপ﷽ুর রাইডার্স। অন্যদিকে, আরেক ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শেষ মুহূর্তে নিজেদের শক্তি বাড়াতে বিদেশি✤ তারকাদের দলে ভেড়াচ্ছে গ্রুপ পর্ব পার করা দলগুলো। প্রথমবারের মতো ফরচুন বরিশালে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকসে। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লায় যোগ দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।
ফেসবুকে মঈনের ছবি পোস্ট করে কুমিল্লা লিখেছে, "ইংলিশ অলরাউনꦫ্ডার মঈন আলি বিপিএল মাতাতে কুমিল্লা ভ❀িক্টোরিয়ান্সের সঙ্গে যোগ দিয়েছেন। মঈন আলিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারে স্বাগত।"
রাজাপাকসের খবর নিশ্চিত করে বরিশাল তাদের ফেসবুক পোস্টেꦺ লিখেছে, `দলে যোগ দিতে শ্রীলঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকসে ঢাকায় পৌঁছেছেন।"