ইন্ဣডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর্দা নামতে যাচ্ছে রোববার (২৮ মে)। ফাইনালের মধ্য দিয়ে শেষ হতে চলেছে ১৬তম আসর। এবার ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস। চেন্নাই লড়বে পঞ্চম শিরোপার জন্য এবং গুজরাট দ্বিতীয় শিরোপার জন্য।
গত বছর আইপিএলের জন্য এ🐎কদিন অতিরিক্ত দিন রাখা হয়েছিল। কিন্তু এবার নেই।
এদিকে, আবহাওয়া বিভাগ জানিয়েছে, 💜সকালে রৌদ্রজ্জ্বল দিন থাকলেও সন্ধ্যায়🅷 অবস্থার পরিবর্তন হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
হলোও তা🅠ই। টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু বৃষ্টির কারণে সময়মতো টস হতে পারেনি। তাই ম্যাচ শুরু হতেও দেরি হচ্ছে।