ফ্রান্সের প্রধান ফুটবল লিগের (🤡লিগ ওয়ান) জয়ের স্বাদ পেতে মাঠে নামবে ফরাসি ক্লাব পিএসজিꦦ। শনিবার ঘরের মাঠে রাত একটায় রেলিগেশন জোনে থাকা লে হাভরের বিপক্ষে নামবে ফরাসি জায়ান্টরা।
সফলতম দল পিএসজির সামনে দুর্বলতম লে হাভরে। যারা কিনা রেলিগেশন বাঁ𓆉চানোর কঠিন সমীকরণের সামনে। গত ১২ ম্যাচে মাত্র একটাতেই জিতেছে।
শেষ ম্যাচেও সুযোগ এসছিলো পিএসজির সামনে। কিন্🌺তু তাদের সঙ্গে দুই নম্বরে থাকা মোনাকো জেতায় অপেক্ষা বেড়েছে ফরাসি জায়ান্টদের। তাতে খুশিই কোচ লুইস এনরিকে।
পিএসজি কোচ বলেন, আমার মনে হয় দারুণ ফর্ম নিয়ে আমরা চূড়ান্ত পর্বে এসেছি। এরচেয়ে ভাল আর কি হতে পারে। তবে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতই বলতে পারে। আশা করি দিনটি আমাদের জন্য বিশেষ কিছু হবে। অন্য দলের পরাজয় প্রার্থনা করার চেয়ে ঘরের মাঠে সমর্থকদের স♕ামনে জয় অনেক বেশি আনন্দের♉।
কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ ফ🅰রাসি ক্লাবটির মালিকানা কিন𓆉ে নেবার পর ৭০০তম ম্যাচ শনিবার রাতে। গত এক যুগে নয় ট্রফি জিতে সফল পিএসজির শোকেসে ১২তম লিগ শিরোপা ওঠার অপেক্ষা।
পিএসজির সাফল্যের মূলে কিলিয়ান এমবাপ্পের অসাধারণ 𓆉ফর্ম। এ মৌসুমে ৪৩ গোল করেছেন ফরাসি এ𝓰ই তারকা। আর সবমিলে প্যারিস যাত্রায় তার গোল সংখ্যা ২৫৫।