বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসির ক্লাব ছাড়া ও নতুন ক্লাব নিয়ে চলছে নানা গুঞ্জন। অবশেষে পিএসজি ছাড়ছেন ফুটবলের এই জাদুকর। এ✨মন কথাই জানিয়েছেন পিএসজিরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ কোচ ক্রিস্টোফে গালটিইয়ের।
পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিইয়ের বলেন, “আমার সৌভাগ্য হয়েছিল বিশ্বসেরা খ♔েলোয়াড়কে কোচিং করানোর। সামনে ৩𝔍 জুন ক্লারমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসের ম্যাচটি হবে মেসির শেষ ম্যাচ।”
৩৬ বছর পর আর্জেন্টি🤪নাকে বিশ্বকাপ এনে দেওয়া🧔র পর পিএসজিকে লিগ ওয়ানের শিরোপাও জেতাতে ভূমিকা রাখেন এই আর্জেন্টাইন। এই মৌসুমে ক্লাবের হয়ে ২১টি গোল এবং ২০ অ্যাসিস্টই তার প্রমাণ।
ক্লারমন্তের সঙ্গে শেষ ম্যাচের পর ফ্রি ট্রান্সফার হচ্ছেন মেসি। ইতোমধ্যে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল বিপুল ꦫঅঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে। এ ছাড়া মেসির সাবেক ক্লাব বার্সাও আবার ♏ফেরাতে চায়। তবে কোন ক্লাবে যাচ্ছেন এই তারকা, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।