• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাতার ফুটবল বিশ্বকাপ

কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা পোল্যান্ডের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০৬:০৯ পিএম
কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা পোল্যান্ডের

কাতার বিশ্বকাপকে সামনে রেখেচ ২৬🌞 সদ্যসের দল ঘোষণা করেছেন পোল্যান্ড। প্রত্যাশিতভাবেই বিশ্বকাপে পোলিশদের অধিনায়কত্ব করবেন  বার্সেলোনা ফরোয়ার্ড রবার্ট লেভানডোভস্কি।

তবে উল্লেখ্যযোগ্যাভাবে পোল্যান্ডের বিশ্বকাপ দꦗলে জায়গা পাননি জ্যাকুভ মোডার। মূলত ইনজুরিতে ছিটকে গিয়েছেন তিনি।

এছাড়া ডিফেন্ডার মাইস্যিস🌠 রয়বাস জায়গা পাননি কাতার বিশ্বকাপের পোল্যান্ড দলে। বিশ্বকাপে পোল্যান্ডের প্রথম ম্যাচ ২২ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে। গ্রুপ ‘সি’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা ও সৌদি🥂 আরব।

কাতার বিশ্বকাপে পোল্যান্ড দলঃ 

গোলরক্ষক: ওজসিচ সেজেসনি (জুভেন্টাস), বার্🌃টলোমিজ ড্রাগোস্কি (স্পেজিয়া), লুকাস স্কোরুপস্কি (বোলোগনা)

ডিফেন্ডার: জান বেদনারেক (অ্যাস্🐽টন ভিলা), কামিল গ্লিক (বেনেভেন্তো), রবার্ট গামনি (এফসি অগসবার্গ), আর্তুর জেডরজেকজিক (লেজিয়া ওয়ারশ), জ্যাকুব কিভিওর (স্পেজিয়া), মাতেউস উইতেস্কা (ক্লারমন্ট), বার্তোস বেরেসজিনস্কি (সাম্পডোরিয়া), ম্যাটিটি (সাম্পদোরিয়া), অ্যাস্টন ভিলা), নিকোলা জালেউস্কি (এএস রোমা)।

মিডফিল্ডার: ক্রিস্টিয়ান বিয়েলিক (বার্মিংহাম সিটি), প্রজেমিস্লাও ফ্রাঙ্কোস্কি (লেন্স), কামিল গ্রোসিকি (পোগন সেজেসিন), গ্রজেগর্জ ক্রাইচোয়াꦡইক (আল-শাবাব), জাকুব কামিনস্কি (ভিএফএল ওল্ফসবার্গ),✱ মিশাল স্কোরাস (লেচ পজেনান), অ্যাটসকিন (দ্যামেন) , সেবাস্তিয়ান সেজাইমানস্কি (ফেইনোর্ড), পিওতর জিলিনস্কি (নাপোলি), সিজাইমন জুরকোস্কি (ফিওরেন্টিনা)।

ফরোয়ার্ড: রবার্ট লেভানডোভস্কি (এফসি বার্সেলোনা), আরকাদিউস মিলিক (জুভেন্টাস), ক্রজিসটফ পিয়াটেক (সালারনিটানা), করোল সুইডারস্কি (শা🐎র্লট এফ꧋সি)

Link copied!