• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চার সপ্তাহের জন্য মাঠের বাইরে পেদ্রি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১১:৩৯ এএম
চার সপ্তাহের জন্য মাঠের বাইরে পেদ্রি

ইউরোপা লিগে নকআউট পর্বের প্লে-অফ রাউন্ডের প্রথম লেগে ইনজুরিতে পড়েন বার্সেলোনার তারকা পেদ্♉রি। ম্যাচের ৪১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এই স্প্যানিশ তারকা। বৃহস্পতিবার রাতের ম্যাচটি  ২-২ গো🌸লে ড্র হয়।

বৃহস্পতিবার ড্রয়ের প্রথমার্ধেই মাঠ ছাড়েন পে🦄দ্রি। তার বদলে মাঠে নামেন সার্জিও রবার্💫তো।

বার▨্সেলো𓂃নার মিডফিল্ডার পেদ্রি ইউরোপা লিগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। দলের পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে, স্প্যানিশ তারকা লম্বা সময় মাঠের বাইরে থাকবেন।

তবে বার্সেলোনার বিবৃতিতে পেদ্রি কতদিন খেলতে পারবেন না, বলা হয়🔯নি। তবে স্প্যানিশ সংবাদপত্র দিয়ারিও এএস বলেছে যে, তাকে চার সপ্তাহের জন্য সাইডলাইন করা হতে পারে। অর্থাৎ ইউনাইটেডের দ্বিতীয় লেগের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্র🔜িদের বিপক্ষে কোপা দেল রে এর ম্যাচ থেকেও বাদ দেওয়া হতে পারে তাকে।

বার্সেলোনা এক বিবৃতিতে বলেছে,𓆏 "এফসি বার্সেলোনার পেদ্রি তার ডান ঊরুর পেশিতে আঘাত পেয়েছেন। খবরটি বার্সার জন্য আসল ধাক্কা হিসেবে এসেছে, কারণ পেদ্রি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং দল꧙ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।"

২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা। রোববার দলটি ১৬তম স্থানে থাকা কাদিজের মুখোম♒ুখি হবে।

 

Link copied!