• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আফগান সমর্থকদের আচরণে হতাশ শোয়েব আখতার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ০১:১২ পিএম
আফগান সমর্থকদের আচরণে হতাশ শোয়েব আখতার

উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেট হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। মুহূর্তে মুহূর্তে রং বদলানো এই ম্যাচ শেষে গ্যালারিতে সংঘর্ষে জড়িয়েছিলেন পাকিস্তান ও আফগানিস্তানের সমর্�🐟�থকরা। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, এই সংঘর্ষের শুরুটা হয়েছিল আফগানিস্তানি সমর্থকদের হাত ধরে। তাদের এই আচরণ মোটেও পছন্দ হয়নি গতিতারকা শোয়েব আখতারের। তাদের এই আচরণে হতাশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (৭ সেপ্টেম্বর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান ও আফগানিস্তান। আগে ব্যাট করে ১২৯ রানে থাম♍ে আফগানদের ইনিংস।  স্পিন স্বর্গে ১৩০ 💛রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারায় পাকিস্তান।

নবম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরার পথে আফগান পেসার ফরিদ আহমেদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান আসিফ আলী। মূলত ফরিদ আহমেদের করা স্লেজিংয়ে বিরক্ত হয়ে তাকে মারতে উদ্যত হন আসিফ। এ ঘটনার জের ছড়িয়ে ▨পড়ে শারজার গ্যালারিতে। সেখানে দ্বন্দ্বে জড়ান দুই দলের সমর্থকরা। অনেক সমর্থককে রক্তাক্ত অবস্থায় মাঠের বাইরে যাওয়ার দৃশ্যও দেখা গিয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা।

মাঠের এই ঘটনার পর সꦬামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ক্রিকেটার থেকে সাধারণ সমর্থকসহ সবাই বিভিন্ন মন্তব্য করেন। এমনকি হতাশা প্রকাশ♈ করেন শোয়েব আখতারও।

তিনি বলেন, “আফগানিস্তানের সমর্থকরা কী করল বুঝ꧂লাম না। এর আগেও এই রকম কাজ তারা কඣরেছে। এটা শুধু খেলা, সঠিক পথে থাকতে দেওয়া উচিত।”

আসিফ আলীর সঙ্গে ফরিদ আহমেদের করা আচরণ ঠিক ছিল না বলেও মত শোয়েব আখতারের। তার মতে, কঠিন সময়ে আফগানদের সমর্থন দেওয়া পাকিস্তানিদের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়। খেলার মাঠের প্রতিদ্বন্দ্বিতাটা সেখানেই রাখ🌺ার পরামর্শ তার।

ব🎀লেন, “ভাই হিসেবে আফগানিস্তানের ক্রিকেটকে আমরা ভালোবাসি ও সমর্থন করি। কঠিন সময়ে আফগানিস্তানকে আমরা সমর্থন দিয়েছি। কিন্তু আসিফের সঙ্গে এটা কি ধরনের আচরণ করল?”

তীব্র প্রতিদ༺্বন্দ্বিতামূলক এই ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ফাইনালে তাদের প্রতিপক্ষ ‘স্বাগতিক’ শ্রীলঙ্কা।

Link copied!