• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্বকাপে সৌরভের ফেভারিট তালিকায় পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০৯:১১ পিএম
বিশ্বকাপে সৌরভের ফেভারিট তালিকায় পাকিস্তান
ফাইল ছবি

বিশ্বকাপকে সামনে রেখে চলছে নানা সমীকরন। সাবেক কিংবদন্তিরা বসেছে নিজেদের সমীকরন মেলাতে। কে হবে বিশ্বকাপে সেরা খেলোয়াড়, কে সর্বোচ্চ রান করবে, কার ঝুলিতে যাবে সবচেয়ে বেশি উইকেট। কোন চার দল খেলবে সে﷽মিফাইনাল বা ফাইনালে উঠবে কোন দুই দলেএবার সেই  ভবিষ্যদ্বাণী দলে যোগ দিলেন সৌরভ গাঙ্গুলি।  আসন্ন বিশ্বকাপে ফেভারিট কোন পাঁচ দল সেটি জানিয়েছেন তিনি।

ভারতের জার্সিতে লম্বা সময় মাঠ মাতিয়েছেন সৌরভ গাঙ্গুলি। দারুণ ไক্যারিয়ারের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচয় পেয়েছিলেন ‘প্রিন্স অ🐓ব কলকাতা’ নামে। খেলোয়াড়ি জীবন শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। একই সঙ্গে ধারাভাষ্যকার হিসেবেও দেখা গেছে সাবেক তারকা এই ক্রিকেটারকে।

আসন্ꩲন ওয়ানডে বিশ্বকাপকে নিয়ে গাঙ্গুলি আগেই জানিয়েছিলেন, ভারত-পাকিস্তান সে✃মিফাইনাল দেখতে চান তিনি। এবার সাবেক এই তারকা ক্রিকেটার জানালেন, সেমিফাইনালে ফেভারিট কারা।

বিশ্বকাপের সেরা চারের দৌড়ে নিজ দেশের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও রেখেছেন গাঙ্গুলি। বিশ্বকাপের সেরা চারের প্রশ্নে সৌরভের উত্তর, ‘আমি মনে করি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান যেতে পারে শেষ চারে। নিউজিল্যান্ডকে বাদ ဣদিলেও হবে না। নিউজিল্যান্ড সবসময়ই দারুণ দল। দক্ষিণ আফ♈্রিকাও দুর্দান্ত খেলছে।’

গত ব💧িশ্বকাপের মতো এবারেও ভারতের চিন্তা চার নম্বর ব্যাটসম্যান। শ্রেয়াস, রাহুলের চ🍷োট সেই সঙ্গে দ্রাবিড়, রোহিতের চিন্তাও বেড়েছে। সেই সমস্যার সমাধানে সৌরভের পছন্দ নতুন একজনকে। সাবেক এই অধিনায়কের মতে, উদীয়মান তিলক ভার্মাকে চার নম্বরে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।

প্রিন্স অফ কলকাতা বলেন, ” তিলক আপনার দলের চার নম্বর ব্যাটসম্🌼যান হিসেবে খেলতে পারবে। যদিও তার বেশি অভিজ্ঞতা নেই কিন্তু এটা কোনো প্রভাব ফেলবে না। আপনাকে অভিজ্ঞতা ও তরুণদের মধ্যে ভারসাম্য আনতে হবে। তিলাক ক্রিজে গিয়েও ডর-ভয়হীন ক্রিকেট খেলতে পারবে।”

Link copied!