বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ‘পঞ্চপান্ডব’ হয়ে এসেছিলেন পাঁচ তারকা খেলোয়াড়। তারা হলেন দেশের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটে ‘মি. ডিপেন্ডেবল’ বলে পরিচিত মুশফিকুর রহিম, তিন ফরম্যাটেই মিডল অর্ডারের অন্যতম নির্ভরশীল ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং দেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনিং ব্যাটার তামিম ইকবাল। ২০০১ সালের পর এই প্রথম এই পঞ্চপান্ডবের কোনো খেলোয়াড় ছাড়াই বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যেখানে শুক্রবার রাতে প্রথম দিনের খেলাশেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২৫০ রানꦚ করেছে। এখানে পঞ্চপান্ডবের অভাব চোখে পড়ছে বেশ ভালোভাবেই।
মজার বিষয় হলো এই পাঁচ তারকা ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে ভিন্ন ভিন্ন বছরে টেস্ট অভিষেক করেন। মাশরাফির 𒅌অভিষেক হয় ২০০১ সালের ৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে,💎 মুশফিকের ২০০৫ সালের ২৬ মে ইংল্যান্ডের বিপক্ষে, সাকিবের ২০০৭ সালের ১৮ মে ভারতের বিপক্ষে, তামিমের ২০০৮ সালের ৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং মাহমুদউল্লাহর ২০০৯ সালের ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
৩৫ বছর বয়সী তামিম ইকবাল ৭০ টেস্টে ৫১৩৪ রান, ৩৮ বছর বয়🃏সী মাহমুদউল্লাহ ৫০ টেস্টে ২৯১৪ রান করেন এবং লাভ করেন ৪৩টি উইকেট, ৩৭ বছর বয়সী সাকিব আল হাসান ৬৬ টেস্টে ৪৪৫৪ রান করেন এবং শিকার করেন ২৩৩টি উইকেট, ৩৭ বছর বয়সী মুশফিকুর রহিম ৯২ টেস্টে ৫৯৬১ রান, ৪১ বছর বয়সী মাশরাফি বিনಌ মর্তুজা ৩৬ টেস্টে ৭৯৭ রান করেন এবং ৭৮টি উইকেট লাভ করেন।
তামিম ও মুশফিক ব্যাটার হিসেবে খেলেন। আর সাকিব, মাহমুদউল্লাহ ও মাশরাফি খেলেন অলরাউন্ডার হিসেবে। সাকিব ও মাহমুদউল্লাহ স্পিন অলরাউন্ডার এবং মাশরাফি পেস অলরাউন্ডার হিসেবে খেলেন। তবে মাশরাফি মূল𝐆ত বোলার হিসেবেই মাঠে 💃নামেন।
যতদিন এই পঞ্চপান্ডব একত্রে একাদশে খেলেছেন, ততদিন বাংলাদেশ দল ছিল পরিপূর্ণ। পঞ্চপান্ডব ভাঙা শুরু হলে বাংলাদেশের টিম ব্যালেন্সও নষ্ট হতে থাকে। ২১ বছর পর 🔥বাংলাদেশের টেস্ট একাদশে পঞ্চপান্ডবের কেউ না থাকায় বেশ দূর্বল মনে হচ্🐓ছে দলটিকে। তার প্রমাণ দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে।