বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) নিজেদের দল সাজিয়ে নি🐟চ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। এরই ধারাবাহিকতায় ৭ম ক্রিকেটার হিসেবে মোহাম্মদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। ওয়াসিম দলটির ৬ষ্ঠ বিদেশি সাইনিং।
বৃহস্পতিবার (৩♔ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যারিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশꦛাল। দলটিতে ওয়াসিম দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার।
ফরচুন বরিশাল এখন পর্যন্ত সাতজন ক্রিকেটারকে নিজেদের দলে ভিড়িয়েছে। এর𒁃 মধ্যে একজন বাংলাদেশি ও বাকি ছয়জন বিদেশি ক্রিকেটার। দেশি ক্রিকেটারদের মধ্যে দলটির হয়ে খেলবেন সাকিব আল হাসান।
ছয়জন বিদেশি ক্রিকে♏টারের মধ্যে আছেন- ক্রিস গেইল, রাহকি🌄ম কর্নওয়েল, করিম জানাত, ইব্রাহিম জাদরান,মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ইফতিখার আহমেদ।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ﷽৪৬ ম্যাচে ৫৭ উইকেট শিকার কর🔥েছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ২২ ম্যাচে তার শিকার ৩২ উইকেট। ৮ ওয়ানডেতে নিয়েছেন ১২ উইকেট।