• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাশরাফি-ইমরুলের স্ট্যাটাসে মিরাজের প্রশংসা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ০৬:০৯ পিএম
মাশরাফি-ইমরুলের স্ট্যাটাসে মিরাজের প্রশংসা
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে 🌸বাংলাদেশ। সেই ম্যাচে বল-ব্যাটে দারুণ পারফরমেন্স করেছে টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। হয়েছেন ম্যাচ সেরাও। টাইগার এই অলরাউন্ডারের প্রশংসায় পঞ্চমুখ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর ব্যাটার ইমরুল কায়েস ভবিষ্যত সাকিব আল হাসানকে দেখছেন মিরাজের ভিতর। মাশরাফি বাংলাদেশ দলের এমন জয়ে শুভেচ্ছাও জানিয়েছে।

ছবি : ফেইসবুক থেকে নেওয়া

ম্যাশ নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, “দারুণ শুরু! জয়ের কোনো বিকল্প ছিল না। আফগানরা শুরুটা করেছিল দুর্দান্ত। কিন্তু সাকিব বারবারই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছে। মাঝখানে মিরাজের আঁটসাঁট বোলিংয়ে সাথে পেস বোলারদের কম্বিনেশনে একের 🃏পর এক উইকেট নিয়ে বাংলাদেশ খেলা নিজেদের হাতেই রেখেছে। সাকিবের বোলিং রোটেশন থেকে শুরু করে ফিল্ড প্লেসিং, এসবের সঙ্গে নিজের বোলিং প্রমাণ করে সে কতটা প্রোঅ্যাক্টিভ। মাঠের ভেতরে চাপের সময়টাতেই নিজের সেরাটা সবসময় বের করে আনে ও।”

বোলিংয়ে ৩ উইকেট ও ব্যাট হাতে ফিফটিতে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার প্রশংসা করতেও ভুলল🌟েন না ম্যাশ। লিখেছেন,  “মিরাজ বর্তমানে এই দলের সবচেয়ে বড় সম্পদ। দল তাকে যেভাবে চাচ্ছে, সেইভাবেই সে নিজের সেরাটা ঢেলে দিচ্ছে।”

মাশরাফি আরও লিখেছেন, “আবারও বলছি, বাংলাদেশের ফাস্ট বোলিং গ্রুপ এবার আমাদের স্বপ্নের ঘোড়া, তাদের ওপর নির্ভর করছে আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ। ব্যাটিংয়ে ওপেনাররা রান করেনি ঠিক, তবে অ্যাপ্রোচ খারাপ ছিল না। এখনই তাদের নিয়ে খুব বেশি আলোচনা করাও ঠিক হবে না। সময়মতো যেদিন দরকার, ঠিক সেদিন জ্বলে উঠলেই চলবে। শান্ত যে এখন অনেক পরিণত ও দারুণ ফর্মে আছে, তার প্রমান আজকের ব্যাটিং। সময় নিয়ে ব্যাট করে খেলাটা নিজেদের করে নিয়েছে, যেটা আজকের দিনে বেশি প্রয়োজন ছিল। অভিনন্দন বাংলাদেশ! দেখ෴া হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড!!”

ছবি : ফেইসবুক থেকে নেওয়া

এদিকে ইমরুল কায়েস বলেন,“নিজের ফেসবুক স্ট্যাটাসে ইমরুল কায়েস করেছেন এমনই মন্তব্য। শনিবার বাংলাদেশের ম্যাচ চলাকালে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন𒉰, মিরাজ বিশ্বক্রিকেটে পরবর্তী সাকিব আল হাসান হয়ജে উঠছে।”

Link copied!