• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিপিএল

বরিশালের জার্সিতে চ্যাম্পিয়ন হওয়ার আশা মিরাজের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০২:৪০ পিএম
বরিশালের জার্সিতে চ্যাম্পিয়ন হওয়ার আশা মিরাজের
ছবি: সৌরভ কুমার দাস

চলতি বছরের 𝐆৬ জানুয়ারি পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসর। তার আগে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে দলগুলো। প্রথম দিনের অনুশীলন শেষে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন ফরচুন বরিশালের ▨অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

তারকায় ঠাসা বরিশাল এর আগের আসরেও ফাইনাল খেলেছিল। তবে ⭕টানটান উত্তেজনার ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারায় স্বপ্নভঙ্গ হয় তাদের।

এবারও জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার নিয়ে দল গড়েছে বরিশাল। আগের আসরের মতো এবারও দলটির অধিꦓনায়কত্ব করবেন সাকিব আল হাসান। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ, ইবাদত হোসেনদের তারকা রয়েছে দলটিতে। সবমিলিয়ে মিরাজ আ💎শা করছেন, বরিশাল এবার চ্যাম্পিয়ন হবে।

মিরাজ বলেন, “আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের দলটা ভালো হয়েছে। সাকিব ভাই আছে, রিয়াদ ভাই আছে, আমি (মিরাজ) আছি। ইবাদত ꦏআছে, খালেদ আছে, এছাড়া জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে। অবশ্যই আশা রাখছি আমরা চ্যাম্পিয়ন হবো।”

বিপিএলের ৯ আসরে ছয়বারই মাঠে ছিলেন মিরাজ। কিন্তু দুইবার ফাইনাল খেললেও কখনো শিরোপা জিততে পারেননি। তবে এবার💧 চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে চান খুলনার এই অলরাউন্ডার

“আমি বিপিএলে যতদিন খেলেছি, ছয়বার খেলব এবার দিয়ে। দুইবার ফাইনাল খেলেছি এ🔯কবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। অবশ্যইไ এবার ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো” যোগ করেন মিরাজ।

সাম্প্রতিক সময়ে ব্যাট ও বল হাতে দারুণ ছন্দে আছেন মিরাজ। সর্বশেষ ভꦇারত সিরিজে ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হারলেও চতু🧜র্থ ইনিংসে মিরাজ শিকার করেছিলেন পাঁচ উইকেট।

Link copied!