• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাতার ফুটবল বিশ্বকাপ

মারিয়া-দিবালাকে নিয়েই বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ১০:১৬ পিএম
মারিয়া-দিবালাকে  নিয়েই বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। মাত্র ৯ দিন পরই মধ্যেপ্রাচ🔥্যের দেশ কাতারে পর্দা উঠবে ফুটবল মহাযজ্ঞের। বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণাꩵ করা শুরু করেছে দলগুলো।

🐼দুই দিন আগে ব্রাজিলের দল ঘোষণা হলেও আর্জেন্টিনা দল ঘোষণা হতে দেরী হচ্ছিল। তবে অবশেষে অপেক্ষা ফুরিয়েছে আলবেসেলিস্তা সমর্থকের।

শুক্রবার (১১ নভেম্বর) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে লাইভ প্রোগ্রামে কা꧟তার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন কোচ লিওন🌞েল স্কলানি।

সব শঙ্কা কাটিয়ে কাতার বিশ্বকাপে দলে আছেন পাওলো দিবালা। ইতালিয়ান ক্লাবꦏ রোমার হয়ে খেলার সময় চোট পাওয়ায় তার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে অবশেষে তাকে দলে দেখে নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আর্জেন্টাইন সমর্থকরা।

একই অবস্থা ছিল জুভেন্টাসে খেলা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ারও। তবে ত♈িনি চোট কাটিয়ে কাতার বিশ্বকাপের দলে রয়েছেন। স্কলানি বিশ্বকাপ দলে খুব একটা চমক নেই।

হুয়ান ফয়েথকে নিয়ে কিছুটা সংশয় থাকলেও বিশ্বকাপ দলে রয়েছেন তিনি। এছাড়া দিন দুয়েক আগেই নিশ্চিত হয়েছিল বিশ্বকাপে লো সোলসোকে পাচ্ছে না আর্জেন্টিনা। তৃতীয় গোলরক্ষকের লড়া🎃ইয়ে হুয়ান মুসাকে টপকে দলে জায়গা করে নিয়েছেন রুল্লি।

বিশ্বক𒁃াপে প্রথম ম্যাচে ২২ নভেম্বর আর্জেন্টিনার প্রতিপক্ষ সৌদি আরব। গ্রুপ ‘সি’তে মেসির দলের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াড: 

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা🌳), হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো✃ মনতিয়েল (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), মার্কোস আকুনিয়া (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল),হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড)। 

মিডফিল্ডার: রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), আলেহান্দ্রো গোমেস (সেভিয়া), এনসো ফের্নান্দেস (বেনফিকা), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), লেয়ꩲান্দ্রো পারেদেস (ইউভেন্তুস), আলেক্সিস মাক আলিস্তের (ব্রাইটন), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস),। 

ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), আনহেল দি মারিয়া (ইউভেন্তুস), নিকোলাস গনসালেস (💮ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (ইন্টার মিলান), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোমা)। 

Link copied!