ইউরোর ‘ডি’ গ্রুপের ম্য෴াচে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই ম্যাচে নাক ভেঙে গেছে দলটির প্রধান তারকা কিলিয়ান এমবাপꦡ্পের। তবে ফ্রান্সের তারকা স্ট্রাইকারের নাকে অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে ইএসপিএনকে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো। মাস্ক পরে এমবাপ্পে মাঠে ফিরবেন বলে জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
ম্যাচের ৯০ মিনিটে হেড করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ﷺষে চোট পান এমবাপ্পে। ঝুঁকি না নিয়ে তাঁকে মাঠে থেকে তুলে নেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।
এমবাপ্পের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে তার নাক ভেঙেছে। ডুসেলডর্ফের একট💦ি হাসপাতালেও নেওয়া হয়েছিল এমবাপ্পেকে। স্থানীয় সময় রাত ১টার দিকে হাসপাতাল ছেড়ে দল✅ের সঙ্গে যোগ দেন তিনি।
ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি জানিয়েছেন, নতুন পরীক্ষার পর দলের মেডিকেল স্টাফরা মনে 🌌করছেন এমবাপ্পের নাকে ‘অস্ত্রোপচারের প্রয়োজন নেই।”
অস্ট্রিয়ার ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ান ওবেরের আত্মঘাতী গোলে জাতীয় দলের কোচ হিসেবে দেশম শততম জয় তুলে নেওয়ার পর বলেছেন, “খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি খুশি। যদিও আমরা গোলের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেছি। আক্রমণ বিচারে আমরা আরও ন💧িখুঁত হতে পারতাম। তবে জয়ে শুরুটা ভালো হলো।”