• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নিয়ম রক্ষার ম্যাচে খুলনার স্বল্প সংগ্রহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৩:১৬ পিএম
নিয়ম রক্ষার ম্যাচে খুলনার স্বল্প সংগ্রহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিরপুরের মাঠে ৩৯তম ম্যাচে মাঠে নেমেছে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে টস জিতে খুলনা প্রথ൩মে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

ইনিংসের শুরুতে মাত্র ৮ রানেই প্রথম উইকেট꧒ হারায় খুলনা। মুনিম শাহরিয়ার প্যাভিলিয়নে ফেরত যান। দলীয় ২১ রানে ফেরত যান সাই হোপ। একই রানে ফেরেন অ্যান্ডি বাল☂বার্নি।

ইয়াসির আলি-সাব্বির রহমান জুটিও বেশিদূর আগাতে পারেননি। দলের ৩৫ রানে ইয়াসির ১২ রানে ফেরেন। দলীয় ৫১ রানে𝔍 সাব্বির দুই অংকের ঘরে পৌছানোর আগেই আউট হন।

তবে একপ্রান্ত আগলে ছিলেন মাহমুদুল হাসান জয়। তার ব্যাট থেকে আসে ৪১ রান। তবে তিনি সতীর্থদের থেকে সহযোগিতা পাননি। খুলনার আসা-যাওয়ায়র মিছিলে বাকি ব্ℱযাটারদের মধ্যে কেবল নাহিদুল ইসলাম দুই অঙ্কের (২২) ঘরে পৌছাতে পেরেছেন।

নির্ধারিত ২০ ওভারে ৮ ⛄উইকেট হারিয়ে খুলনার ইনিংস থামে ১১৩ রানে।

সিলেট পয়েন্ট তালিকায় শীꦫর্ষ দল। অন্যদিকে, খুলনার অবস্থান একেবারে তলানিতে। নিয়ম রক্ষার ম্যাচেও খুব একটা সুবিধা ♋আদায় করতে পারেনি দলটি।

Link copied!