• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিপিএল

খুলনাকে হারিয়ে শীর্ষ দুই নিশ্চিত সিলেটের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৪:৪৫ পিএম
খুলনাকে হারিয়ে শীর্ষ দুই নিশ্চিত সিলেটের

বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুলনা টাইগার্সকে মাত্র ১১৪ রানেই আটকে রেখেছিল সিলেট স্ট্রাইকার্স। বল হ𝓡াতে তিন উইকেট নিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে শুরতেই দুই ওপেনার ফিরে গেলেও জয় পেতে সমস্যা হয়নি সিলেটের। খুলনাকে হারিয়ে শীর্ষ দুই নিশ্চিত൩ সিলেটের। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) নিয়মরক্ষার ম্যাচে খুলনার বিপক্ষে সিলেটের জয় এসেছে ৬ উইকেটের ব্যবধꦍানে। ব্যাট হাতে দুর্দান্ত পঞ্চাশোর্ধ ইনিং🔯স খেলেছেন জাকির হাসান।

ইনিংসের শুরꦍুতে মাত্র ৮ রানেই প্রথম উইকেট হারায় খুলনা। মুনিম শাহরিয়ার প্যাভিলিয়নে ফেরত যান। দলীয় ২১ রানে ফেꦿরত যান সাই হোপ। একই রানে ফেরেন অ্যান্ডি বালবার্নি।

ইয়াসির আলি-সাব্বির রহমান জুটিও বেশিদূর আগাতে পারেননি। দলে✤র ৩৫ রানে ইয়াসির ১২ রানে ফেরেন। দলীয় ৫১ রানে সাব্বির দুই অংকের ঘরে পৌছানোর আগেই আউট হন।

তবে একপ্রান্ত আগলে ছিলেন মাহমুদুল হাসান জয়। তার ব্যাট থেকে আসে ৪১ রান। তবে তিনি সতীর্থদের থেকে সহযোগিতা পাননি। খুলনার আসা-যাওয়ায়র মিছিলে বাকি ব্যাটারদের মধ্যে কেবল নাহিদুল ইসলাম দুই অঙ্কের (২২) ༺ঘরে পৌছাতে পেরেছেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে খুলনার ইনিংস থামে ১১৩ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রানেই ফিরে যান সিলেটের দুই ওপেনার না𒐪জমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। তবে এরপর মুশফিকুর রহিম ও জাকির হাসান মিলে শুরুর সেই চাপকে💜 পাত্তাই দেননি।

ইনিংসের ১০০ রানে জাকির ফিরলে ꧃ভাঙে তাদের ৯০ রানের ম্যাচজয়ী জুটি। ফেরার আগে ৪৪  বলে ফিফটি করা জাকির খেলেন ৪৬ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৫০ রানের ইনিংস।

একই রানে ফিরে যান মুশফিকও। তার ব্যাট থেকে আসে ৩৫ বলে চারটি🐎 চারে ৩৯ রানের ইনিংস। রায়ার্ন বার্ল ও গুলাবদিন নাইব মিলে বাকি পথ অনায়াসেই পাড়ি দেন। 

Link copied!