আলোক স্বল্পতা ও ভেজা আউটফিল্ডের কারণে কানপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃ🐈তীয় দিনের খেলাও𒆙 পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
এদিন বৃষ্টি না থাকলেও আউট ফিল্ড ছিল ভেজা। রোদ না থাক✱া আউট ফিল্ড খেলার উপযুক্ত হয়নি। তাই তৃতীয় সেশনের শেষ দিকেও মাঠ উপযোগী হয়ে না ওঠায় দিনের খেলা আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এদিন দুই দলের খেলোয়াড়েরা হোটেলেই ছিলেন।
এর আগে গতকাল শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে হয়েছিল। ওইদিনও কোনো বলও মাঠে গড়🐻াতে পারেনি। আর প্রথম দিনে দুইবার বৃষ্টির বাধার মুখে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার।
৩৫ ওভার ব্যাট করে ব🥀াংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। প্রথম দিনের⭕ খেলা শেষে উইকেটে ছিলেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম।