ফাইনালের আগে সবচে♌য়ে বেশি আলোচনায় ছিলেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চার ফাইনাল খেলে হারেননি একটাও, তবে কি তার হাতে যাদুর🦂 কাঠি আছে এমন আলোচনায় সরব ছিল ক্রিকেট পাড়া। অন্যদিকে ফাইনালের অন্য দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও ছিল ফাইনালে অপরাজিত।
ফলে ফাইনালে মাশরাফি বা কুমিল্লা যে কার 🍒প্রথম ফাইনাল পরাজয় অবধারিত ছিল। সেই লড়াইয়ে হার মেনেছেন মাশরাফি, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে সেরা অধিনায়ক এবারই প্রথম ফাইনালে পরাজয়ে স্বাদ প🌜েলেন।
ফাইনালে হারের পর সংবাদ সম্মেলনে হাজির হ൲য়ে মাশরাফি বললেন, একদিন না একদিন এটা হওয়ার ছিল। মাশরাফি বলেন, “একদিন না একদিন হওয়া দরকার ছিল, হয়েছে আজকে। ভালো হয়েছে। সবকিছুরই তো শেষ আছে।”
দেশীয় ক্রিকেটারদের নিয়ে দল🌊 গড়া সিলেট এবার সবার প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে। গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ৯টি ম্যাচ জিতেছে তারা। তবেဣ সব ছাপিয়ে দেশীয় ব্যাটারদের পারফর্ম করাই সন্তষ্টি জোগাচ্ছে মাশরাফিকে।
“আগের দিনও বলেছিলাম আমাদের এটা বাজেটের꧑ দল। নির্দিষ্ট বাজেটের দল, এর বাইরে যাওয়ার আসলে সুযোগ ছিল না। আমাদের বেশির ভাগই দেশি ব্যাটার যারা ছিল টপ অর্ডারে। তারা পারফর্মও করেছে, পুরো অথরেটি নি♒য়েই খেলতে পেরেছে, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তারা দায়িত্ব নিয়ে খেলতে পেরেছে। এটা হয়তো ভবিষ্যতেও তাদের কাজে লাগবে এই ধরনের টুর্নামেন্ট থেকে” যোগ করেন মাশরাফি।