নারীদের এশিয়া কাপে শনিবার (৮ অক্টোবর) দিনের দ্বিতীয়🐼 ম্যাচে মুখোমুখ🐈ি হবে গত আসরের দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও ভারত। ম্যাচটি দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।
যদিও ভারত শক্তিশালী প্রতিপক্ষ। মুখোমুখি ১২ বারের দেখায় ১০ বারই হারতে হয়েছে টাইগ্র♍েসদের। তবে এশিয়া কাপের গত আসরে গ্রুপ পর্ব ও ফাইনালে ভারতের বিপক্ষে সফলতা এসেছিল নিগার সুলতানাদের। সেই সাফল্যে উজ্জীবিত হয়েই মাঠে নামবে বাঘিনীরা।
অন্যদিকে, এশিয়া কাপে ভারতের হার মাত্র তিন🃏 ম্যাচে। গত আসরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ ও এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে গত কাল ম্যাচে𒊎 হারতে হয়েছে তাদের। বাকি ৩৬ ম্যাচেই জয়ের হাসি হেসেছে তারা।
ভারতের ব🧜িপক্ষে ভালো করতে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করা ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে।
দলের গুরুত্বপূর্ণ সদস্য মুর্শিদা খাতুন বলেন, `আমাদের ঘরের মাঠে খেলা এবং আমরা বর্তমান চ্যাম্পিয়ন। সুতরাং আত্মবিশ্বাস আছে। তবে ওরা তিন বিভাগেই ভালো। আমাদের সেরাটা🌠 দিতে পারলে ম্যাচে ভালো൲ কিছু হবে।`