• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মালয়েশিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা দিয়ে শ্রীলঙ্কার বড় জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ১২:০৯ পিএম
মালয়েশিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা দিয়ে শ্রীলঙ্কার বড় জয়


নারীদের এশিয়া কাপের ১৪তম ম্যাচে শনিবার সিলেট স্টেডিয়ামে (৮ অক্টোবর) মুখোমুখি লড়াইয়ে নেমেছিল মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। মালয়েশিয়াকে আসরের সর্বনিম্ন ৩৩ রানে আটকে ৭২ রানের বড় জয় তুলে নিয়ে♚ছে লঙ্কান মেয়েরা।

টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে দলের ৫ রানে ওপেনার হর্ষিতা সমরবিক্রম🧜া আউট হন। আর ৭ রান যোগ হতেই বিদায় হন হ🍎াসিনি পেরেরা। দলের ১৪ রানে কৌশানি নুথ্যাঙ্গনার উইকেটও হারালে বেশ বিপদে পড়ে শ্রীলঙ্কা।

তবে অধিনায়ক চামারি অথপথু ও নিলাক্ষী ডি সিলভা দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন। তারা দুজনই ২১ রান করে যোগ করেন। দলের ৪৬ রানে চামারি বꦜিদায় হন। ব💖াকি ব্যাটারদের মধ্যে ঋষি উদেশিকা রণসিংহের ১৮ বলে ২৩ রানে ভর করে ৭ উইকেটে ১০৫ রানে থামে লঙ্কানদের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় মালয়েশিয়া। মাত্র ৯ রানে প্রথম উইকেট হারায় তারা। এক রান যোগ করে দ্বিতীয় ওপেনারও বিদায় হন। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র এলসꦺা হান্টার সর্বোচ্চ ১৮ রান করেন। 

মালয়♔েশিয়ার সাত ব্যাটারের নামের পাশেই শূন্য রান। মাত্র ৯.৫ ওভারে ৩৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। শ্রীলঙ্কা জয় পায় ৭২ রানে। 

নারীদের এশিয়া কাপে এটা তৃতীয় সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ২০১৮ সালে ভারতের বিপক্ষে মালদ্বীপ ২৭ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় সর্বনিম্ন স্কোরও তাদেরই। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে তাদের সম্মিলিত স্কোর ৩০ রান। 
 

Link copied!