• ঢাকা
  • মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কানপুর টেস্ট

৫২ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা ভারতের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৫:২৫ পিএম
৫২ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা ভারতের
উইকেট লাভের পর সাকিবকে নিয়ে সতীর্থদের উল্লাস। ছবি : সংগৃহীত

চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারত ২৮০ রান🎉ে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে। কানপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে সোমবার চতুর্থ দিনে স্বাগতিক ভারত ৯ উইকেটে ২৩৩ রান করে সমাপ্তি ঘোষণা করেছে। ভারত এগিয়ে রয়েছে ৫২ রানে।

লাঞ্চের কিছুক্ষণ পরই প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ভারত। প্রথম থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে ব্যাটিং করেন ওপেনার রোহিত শর্মা ও জসওয়াল। প্রথম ওভারেই💧 তিন বাউন্ডারি মারেন জসওয়াল। দ্বি🌼তীয় ওভারে নিজের প্রথম বলেই ছক্কা হাঁকান রোহিত।

তাদের ঝোড়ো ব্যাটিংয়ে দুই ওভারে ২৯, আর তিন ওভার শেষে ৫১ রান তুলে ভারত।  টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বল খেল🦩ে দলীয় অর্ধশতকের রেকর্ড এটি।

অবশ্য এরপরেই ব্রেকথ্র🐲ু পেয়েছে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভার করতে এসে উইকেটের দেখা প♎েয়েছেন মেহেদী হাসান মিরাজ। বোল্ড হওয়ার আগে রোহিতের ব্যাট থেকে এসেছে ১১ বলে ২৩ রান।

অধিনায়ক দ্রুত ফিরলেও জসওয়াল পেয়েছেন ফিফটির দেখা। ꦆহাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে ৫২ বলে ৭৭ রান করেছেন তিনি। তার বিস্কোরক ব্যাটিংয়ে মাত্র ১০.১ বলেই দলীয় শত💮রান স্পর্শ করে ভারত।

তিনে নেমে রানের দেখা পেয়েছেন শুবমান গিলও। সাকিবের বলে হাসান মা💖হমুদের হাতে ধরা পড়ার আগে ৩৬ বলে করেছেন ৩৯ রান। দ্রুত রান তুলতে বিরাট কোহলির আগেই ঋষব পান্তকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। তবে ব্যর্থ এই উইকেটরক্ষক ব্যা🎃টার (৯)।

পাঁচে নেমে ঝোড়ো ব্যাটিং করেন কোহলি। সাকিবের বলে বোল্ড হওয়ার আগে ৩৫ বলে কর♈েছেন ৪৭ রা꧂ন।

লোকেশ রাহুল মাত্র ৩৩ 🙈বলে ফিফটি করেন তিনি।  এরপর ২৮তম ওভারে বাংলাদেশের করা ২৩৩ রান টপকে যায় ভারত।

কোহলির পর বেশিক্ষণ টিকতে পারেননি জাদেজা। মিরাজের বলে শান্তর হাতে ধরা পড়েন। জাদেজাꦓর ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৮ রান।

জাদেজার পর রাহুলকেও ফিরিয়েছেন মিরাজ। স্ট্যাম্পিং হওয়ার আগে ৪৩ বলে ৬৮ রান করেছেন তিন🔯ি। পরিস্থিতি অনুযায়ী যা ছিল দারুণ কার্যকরী। এরপর রবিচন্দ্রন অশ্বিন ও আকাশ দীপ উইকেটে এসꦅে দ্রুত শট খেলার চেষ্টা করেছেন। তবে কেউই খুব একটা সুবিধা করতে পারেননি।

Link copied!