• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মিরপুরের পিচে ‘অসন্তোষ’ আইসিসির, দিল ডিমেরিট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৬:৫১ পিএম
মিরপুরের পিচে ‘অসন্তোষ’ আইসিসির, দিল ডিমেরিট
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টেস্ট খেলা। ছবি : সংগৃহীত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সদ্য সমাপ্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টꦫের উইকেট ‘অসন্তোষজনক’ বলে রায়🎀 দিয়েছে আইসিসি। ম্যাচ রেফারির প্রতিবেদনের ভিত্তিতে এই ভেন্যুকে এক ‘ডিমেরিট’ পয়েন্ট দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) নিজ🐼েদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে 🦂আইসিসি।

জানা গেছে, দুই দলের অধিনায়কের সঙ্গে আলোচনার পর ম্যাচ অফিসিয়ালদের উদ্বেগের ব্যাপারটি আইসিসির কাছে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করেছেন ম্যাচ রেফারি ও সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড বুন। সেই প্রতিবেদন পর্যাল🅠োচনা করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ডেভিড বুন বলেন, “আউটফিল্ডটি খুব ভালো ছিল এবং বৃষ্টির পর খুব দ্রুত পানি সরিয়ে নেওয়া গেছে। তবে মনে হয়েছিল সেই পিচটি সম্ভবত প্রস্তুত করা হয়নি, কারণ এটি শক্ত ছিল না এবং প্রথম দিনে ঘাসের ক্লিপিংয়ে আচ্ছাদিত ছিল। প্রথম সেশনের পর থেকে, ম্যাচের বাকি অংশজুড়ে বাউন্স অসামঞ্জস্যপূর্ণ ছিল এবং পৃষ্ঠের ওপর অসংখ্য বল ফেটে যায়। সামনে খেলার সময়🦋 স্পিন বোলারদের বল প্রায়শই ব্যাটসম্যানের কাঁধের ওপর দিয়ে যায় এবং মাঝে মাঝে খুব কম থাকে।”

এই সাজার বিরুদ্ধে চাইলে আপিল করতে পা🅺রে বিসিবি। ১৪ দিনের মধ্যে এই আপিল করতে হবে।

আইসিসির পিচ অ্যান্ড আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ায় যদি কোনো পিচ বা আউটফিল্ডকে নিম্নমানের বলে চিহ্নিত করജা হয়, তাহলে সেই ভেন্যুক💝ে বেশ কয়েকটি ডিমেরিট পয়েন্ট বরাদ্দ করা হবে। ডিমেরিট পয়েন্টের মেয়াদ পাঁচ বছর।

Link copied!