বিরাট কোহলির অধীনে চারটি আইসিসি টুর্নামেন্ট- ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশ🐠িপ ও ২০২১ সালে টি-টোয়েন্টဣি বিশ্বকাপ খেলেছে ভারত। কিন্তু এর একটাতেও শিরোপা জিততে পারেনি ভারত।
কোহলির অধিনায়কত্বে প্রথম ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ফাইনাল খেলেছিল ভারত। ওই ম্যাচে♏ পাকিস্তানের বিপক্ষে ১৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছিল তারা। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ড ও ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছিল ভারত।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) কোহলি বলেছে♔ন, আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল , ফাইনালে উঠলꦇেও তাকে ব্যর্থ অধিনায়ক হিসেবে আখ্যা দেওয়া হয়।
কোহলি বলে💟ন, “দেখেন, আপনি টুর্নামেন্ট খেলেন জেতার জন্যই। আমি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি (ফাইনাল), ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ (সেমিফাইনাল), টেস্ট চ্♓যাম্পিয়নশিপ (ফাইনাল) এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করেছি। এই তিন টুর্নামেন্টের পর আমি ব্যর্থ অধিনায়ক হিসেবে বিবেচিত হচ্ছি।”
২০০৮ সালে কো🍒হলির অধিনায়কত্বেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। ভারতীয় ক্রিকেট দলে সংস্কৃতি পাল🐓্টাতে পারা নিজের জন্য গৌরবের বলে মনে করেন কোহলি।
“আমি নিজেকে ওইভাবে বিচ𝄹ার করি না। আমরা দল হিসেবে কী অর্জন করলাম, দলের সংস্কৃতি কী, সেটাই আমার কাছে সব সময় গুরুত্ব পায়। একটা নির্দিষ্ট সময়ে টুর্নামেন্ট হয়, কিন্তু সংস্কৃতি গড়ে উঠে লম্বা সময়ের প্রয়োজন হয়। আমি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি। পাঁচটি টেস্ট ম্যাচজয়ী দলের সদস্য ছিলাম” যোগ করেন কোহলি।