• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খুলনার বিপক্ষে বরিশালের বিশাল সংগ্রহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৩:৫৪ পিএম
খুলনার বিপক্ষে বরিশালের বিশাল সংগ্রহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৩তম ম্যাচে মাঠে𝓡 নেমেছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। ম্যাচে টস জিতে খুলনা প্রথমে ফিল্ডিং করার ❀সিদ্ধান্ত নেয়।

দলীয় ৩২ রানে প্রথম উইকেট হা🍬রায় বরিশাল। ওপেনার এনামুল হক বিজয় ব্যক্তিগত ১৩ রানে আউট হন। দ্বিไতীয় উইকেট জুটিতে ফজলে মাহমুদ ও ইব্রাহিম জাদরান জুটি হাল ধরেন।

দ্ব♒িতীয় উইকেটের পতন ঘটে দলীয় ৭৩ রানে। মাহমুদ আউট হন। দলীয় ৯৭ র🧜ানে তৃতীয় উইকেটের পতন ঘটে। ইব্রাহিম ২৩ রানে প্যাভিলিয়নে ফেরত যান।

দলীয় অধিনায়ক 🎐সাকিব আল হাসান ও  ইফতিখার আহমেদ বরিশালের পক্ষে নিয়মিত পারফর্ম করা জুটি। তাদের জুটি এই ম্যাচেও ভালো পার্টনারশিপ গড়ে। তবে দলীয় ১৪৯ রানে সাকিব ২১ বলে ৩ඣ৬ রান করে আউট হন।

তিনি আউট হলেও ইফতিখার ফিফটি তুলে নেন। ৩ চার ও ৩ ছয়ে তিনি ৩১ বলে অপরাজিত ৫ꦰ১* রান করেন। এই মৌসুমে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছয় এসেছে এই পাক তারকার ব্যাট থেকে।

ইফতিখারকে সঙ্গ দিয়েছেন করিম জানাত। তিনি🔜 ৮ বলে ১৬ রান করেন। বরিশালের ইনিংস থামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানে।

 

Link copied!