কাতার বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দ𓆉ল ঘোষণা কর𓆏েছে ঘানা ফুটবল ফেডারেশন। আফ্রিকান কাপ অব নেশনস ব্যর্থতার পর নতুন কোচের অধীনে বিশ্বকাপে খেলবে দেশটি।
বিশ্বকাপে ঘানার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অট্টো আদো। এবা𓃲রের দল নিয়ে বিশ্বকাপে নিজেদের আগের সেরা সাফল্যের বাধা পেরিয়ে যেতে মুখিয়ে আছেন আদো। ২০১০ বিশ্বকা✃পে কোয়ার্টার ফাইনালে খেলেছিল দেশটি।
গ্রুপ পর্বে এবার পর্তুগাল, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দেশের মুখোমুখি হবে ঘানা। ২৪ নভেম্বর পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দেশটি। পরের দুই ম্যাচꦑ হবে যথাক্রমে ২৮ নভেম্বর (উরুগুয়ে) ও ২ ডিসেম্বর (দক্ষিণ কোরিয়া)।
ঘানা স্কোয়াড
গোলরক্ষক- লওরেন্স আতি জিগি (সেন্ট গ্যালেন), 𓄧ডানল্যাড ইব্রাহিম (অ্যাসান্তে কোতোকো), মানাদ নুরুদ্বীন (ইউপেন)।
ডিফেন্ডার- জোসেফ আইদো (সেল্টা ভিগো), ড্যানিয়েল অ্যামারতি (লেস্টার সিটি), আব্দুল রহমান বাবা (রিডিং), অ্যালেক্সজান্ডার জিকু (রেসিংꦜ স্ট্রাসবার্গ), তারিক ল্যাম্পটি (ব্রাইটন), জিদেওন মেনশা (এজে অক্সিরে), ডেনিস ওদৈ (ক্লাব ব্রুগে), মোহাম্মেদ সালিসু (সাউথহ্যাম্প🧸টন), আলিদু সেইদু (ক্লেরমন্ট ফুট)।
মিডফিল্ডার- অ্যান্দ্রে আইয়ু🌺 (আল সাদ), মোহাম্মেদ কুদুস (আয়াক্স), ড্যানিয়েল কফি কাইরেহ (এসসি ফ্রেইব্রুগ), এলিসা ওউসু (জেন্ট), থমাস পার্টে (আর্সেনাল), সালিস আব্দুল সামেদ (রেসিং লেন্স)।
ফরোয়ার্ড- ড্যানিয়েল আফ্রিয়ি (হার্টস ওব ওক), জর্ডান আইয়ু (ক্রিস্টাল প্যালেস), ওসমান বুকারি (রেড স্টার বেলগ্রেড), ইসাহাকু আব্দু🐻ল ফাতায়ু (স্পোর্টিং লিসবন), অ্যান্তেনিও সেমেনয়ো (ব্রিস্টল সিটি), কামাল সোয়াহ (ক্লাব ব্রুগে), কামালদ্বীন সুলেমানা (স্টেড রেনে), ইনাকি উꦑইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও)।